For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

DailyHunt Sharad Samman 2022 এর দ্বিতীয় বর্ষে পদার্পণ, কলকাতা সহ গ্রাম–বাংলার পুজো পাবে সম্মান

দ্বিতীয় বর্ষে পা ডেইলি হান্ট শারদ সম্মানের, কলকাতা সহ গ্রাম–বাংলার পুজো পাবে সম্মান

Google Oneindia Bengali News

২০২০ সাল থেকে করোনা ভাইরাসের মারণ ছায়া দেশের সমস্ত উৎসবকে ম্লান করে দিয়েছিল। বিশেষ করে বাঙালির দুর্গোৎসব যেন গত দু'‌বছর ধরে প্রাণহীন হয়ে পড়েছিল। কিন্তু এ বছর একেবারে আলাদা ছবি দেখা গেল। করোনার কালো ছায়া কাটিয়ে উৎসবে মুখরিত আপামর বাঙালি। শহর থেকে জেলা সেজে উঠেছে দুর্গা বন্দনায়। এর সঙ্গে নয়া সংযোজন বাঙালির দুর্গাপুজোকে ইউনেস্কোর স্বীকৃতি। গত বছর থেকেই ডেইলি হান্ট শুরু করেছে শারদ সম্মান (Dailyhunt Sharad Samman) দেওয়া। এ বছর তা দ্বিতীয় বর্ষে পা দিল।

দ্বিতীয় বর্ষে পা ডেইলি হান্ট শারদ সম্মানের, কলকাতা সহ গ্রাম–বাংলার পুজো পাবে সম্মান

গত বছর পুরস্কারের সংখ্যা ছিল ১০ এবং তা কলকাতাতেই সীমাবদ্ধ ছিল কিন্তু এ বছর দ্বিতীয় বর্ষ হওয়ায় ৪০টি দুর্গা পুজো কমিটিকে পুরস্কৃত করা হবে বলে জানানো হয়েছে। শহর কলকাতার পাশাপাশি গ্রামবাংলার পুজোকে রাখা হয়েছে তালিকায়। এ বছর বিভিন্ন বিভাগে রাজ্যের ১০টি জেলার ২০টি দুর্গাপুজোকে বেছে নেবে বিচারক কমিটি। এই জেলাগুলির মধ্যে রয়েছে উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, নদিয়া, বীরভূম ও পূর্ব মেদিনীপুর।

শুধু তাই নয় পুরস্কার দেওয়া হবে বেশ কয়েকটি বিভাগে। যে বিভাগে পুরস্কারগুলি দেওয়া হবে সেগুলি হল ১) উৎসবের সেরা ঐতিহ্য ২) উৎসবের সেরা পরিবেশ ৩) উৎসবের সেরা শিল্প ভাবনা৪) উৎসবের সেরা বন্ধন ৫ ) উৎসবের সেরা সামাজিক দায়বদ্ধতা এবং অন্যান্য। টিভিতে এই শারদ সম্মান সম্প্রচারের ব্যবস্থা থাকবে‌। এই সেরার সেরা তালিকায় কোন পুজো জায়গা করে নেয় এবার শুধু তাই দেখার। অপেক্ষা মাত্র আর কয়েকটা দিনের।

English summary
‌The DailyHunt Autumn Honors 2022 enters its second year
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X