For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা ধাক্কা সামলে স্কুল কবে খুলবে. জানাল কেন্দ্র

  • |
Google Oneindia Bengali News

করোনা সংক্রমণের শুরু থেকেই দেশে বন্ধ হয়েছে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়। রাজ্যে রাজ্যে বন্ধ রাখতে হয়েছে মাধ্যমিক উচ্চমাধ্যমিকের মতো গুরুত্বপূর্ণ পরীক্ষা৷ বিভিন্ন মহল থেকে বার বার প্রশ্ন উঠছে কবে খোলা হবে স্কুল? সম্প্রতি তারই একটা আভাস দিল কেন্দ্র। শুক্রবার একটি সাংবাদিক সম্মেলনে দেশের স্কুল কলেজ কবে খুলতে পারে সে নিয়ে বার্তা দেওয়া হয় কেন্দ্র স্বাস্থ্যমন্ত্রকের তরফে৷

কী বলছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক?

কী বলছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক?

শুক্রবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে ডঃ ভিকে পাল বলেন, 'স্কুল খোলার খুব কাছাকাছি দাঁড়িয়ে আছি আমরা। কিন্তু এ বিষয়ে কোনও রকম তাড়াহুড়ো করতে চাই না আমরা। বিদেশে অনেক জায়গাতে স্কুল খোলার পরও করোনা সংক্রমণ বাড়ার কারণে তড়িঘড়ি করে আবার স্কুল বন্ধ করতে হয়৷ আমরা এরকম কোনও ঝুঁকি নিতে চাই না। দেশের মোট স্কুলগুলির সব শিক্ষক, শিক্ষিকাদের টিকাকরণ সম্পূর্ণ হওয়ার অপেক্ষায় রয়েছি আমরা তারপরই স্কুল খোলার ব্যপারে চুড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে৷ '

শিশুদের কোভিড প্রভাব নিয়ে কী বলছেন ডঃ পাল?

শিশুদের কোভিড প্রভাব নিয়ে কী বলছেন ডঃ পাল?

নীতি আয়োগের সদস্য এবং প্রধানমন্ত্রীর প্রধান কোভিড পরামর্শদাতা ডঃ ভিকে পাল শিশুদের উপর কোভিতের প্রভাব নিয়ে বলেন, 'এখনও প্রচুর এমন জিনিস রয়েছে যা আমরা জানি না৷ হার্ড ইমিউনিটি বিষয়টিও সন্দেহের উর্ধ্বে নয়৷ সম্প্রতি জানা গিয়েছে তৃতীয় ওয়েভেও বেশিরভাগ শিশুই হয়ত সুরক্ষিত থাকবে করোনার হাত থেকে৷ কিন্তু করোনা ভাইরাস যদি প্রতিবারের মতো তার চরিত্র বদল করে তখন কী হবে আমরা জানি না। তাই শিশুদের ব্যাপারে এখনই কোনও রকম ঝুঁকি নিতে চাইছি না আমরা।'

WHO ও আমেদাবাদ আইআইটির যৌথ গবেষণা কি বলছে?

WHO ও আমেদাবাদ আইআইটির যৌথ গবেষণা কি বলছে?

প্রথমে গবেষকরা বলেছিলেন করোনার তৃতীয় ঢেউ সবচেয়ে বেশি সংক্রমিত করবে শিশুদের। এমনকি তাদের প্রয়োজন হবে হাসপাতালে নিয়ে এসে চিকিৎসার। কিন্তু WHO এবং আহমেদাবাদ আইআইটির সাম্প্রতিক গবেষণা জানাচ্ছে শিশুদের দেহে স্বাভাবিক ভাবে তৈরি হচ্ছে কোভিডের প্রতিরোধ ক্ষমতা৷ তৃতীয় ঢেউ-এও বেশিরভাগ শিশুই সুরক্ষিত থাকবে কোভিড সংক্রমণ থেকে৷

English summary
The center hints, when the school will open
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X