For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কেম ছো ট্রাম্প' এখন 'নমস্তে প্রেসিডেন্ট ট্রাম্প'! মোদী-রাজ্যে বদল ট্রাম্প শো-র থিম

গুজরাটে ডোনাল্ড ট্রাম্পের মেগা ইভেন্ট 'কেম ছো ট্রাম্প' এখন 'নমস্তে প্রেসিডেন্ট ট্রাম্প' হিসাবে পরিচিত হবে। মার্কিন প্রেসিডেন্টের ভারত সফরের আগে এই থিম পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

  • |
Google Oneindia Bengali News

গুজরাটে ডোনাল্ড ট্রাম্পের মেগা ইভেন্ট 'কেম ছো ট্রাম্প' এখন 'নমস্তে প্রেসিডেন্ট ট্রাম্প' হিসাবে পরিচিত হবে। মার্কিন প্রেসিডেন্টের ভারত সফরের আগে এই থিম পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। গুজরাটের সরকারি কর্মকর্তারা কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী ইভেন্টটির নামকরণের বিষয়টি নিশ্চিত করেছেন। এই অনুষ্ঠানটিকে জাতীয় অনুষ্ঠান হিসাবে গণ্য করা হচ্ছে।

কেম ছো ট্রাম্প এখন নমস্তে প্রেসিডেন্ট ট্রাম্প!

ট্রাম্প ২৪ ফেব্রুয়ারি আহমেদাবাদে তাঁর দু'দিনের ভারত সফর শুরু করবেন। তিনি একটি রোড শো করবেন। সবরমতী আশ্রমে যাবেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে মোটেরা ক্রিকেট স্টেডিয়ামের উদ্বোধন করবেন। মোদী-সহ ট্রাম্প বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়ামে বিশাল জনতার সামনে ঐতিহাসিক ভাষণ দেবেন।

সপ্তাহের শুরুতেই হোয়াইট হাউস থেকে ট্রাম্পের ভারত সফরের ঘোষণা করা হয়। জানানো হয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ২৪ এবং ২৫ ফেব্রুয়ারি আহমেদাবাদ ও নয়াদিল্লি সফরে যাচ্ছেন। এরপরই তৎপরতা শুরু হয় গুজরাটে এই অনুষ্ঠান নিয়ে।

এটি মার্কিন রাষ্ট্রপতির প্রথম দ্বিপাক্ষিক সফর হতে চলেছে। এটাই মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনী বছর। মার্কিন যুক্তরাষ্ট্রে বিশাল ভারতীয় প্রবাসীর দৃষ্ঠি আকর্ষণের জন্য মার্কিন রাষ্ট্রপতির একটি প্রচেষ্টা সফরও বলে ব্যাখ্যা করা যায় এই বৈঠককে। এই সফরে মোদী-রাজ্যে বিমানবন্দর থেকে সবরমতী আশ্রম পর্যন্ত রোড-শোয়ের পরিকল্পনাও রয়েছে।

এই সফর দু'দেশের মধ্যকার বাণিজ্য ও ব্যবসায়িক সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে একটা বিরাট পদক্ষেপ হতে পারে। ট্রাম্প তার প্রথম সফরে ২৫ ফেব্রুয়ারি নয়াদিল্লিতে দেশটির শীর্ষস্থানীয় শিল্পপতিদের সঙ্গে সাক্ষাৎ করবেন। রাজধানীতে গোলটেবিলের বৈঠকের আয়োজনও করা হবে।

English summary
The center decides to switch to a regional theme of the US President's visit to India. He can in India on 24 February for two days visit.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X