For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এনপিআর নিয়ে বিজেপি-কংগ্রেস তরজা অব্যাহত

এনপিআর নিয়ে বিজেপি-কংগ্রেস তরজা অব্যাহত

  • |
Google Oneindia Bengali News

জাতীয় জনসংখ্যা পঞ্জীকরণ বা এনপিআর নিয়ে বিজেপি এবং কংগ্রেসের মধ্যে রাজনৈতিক বাক যুদ্ধ অব্যাহত। বিজেপির অভিযোগ যে ইউপিএ সরকারের সময়কালে প্রথম যে এনপিআর হয়েছিল তা নিয়েই এখন কংগ্রেস বিভ্রান্ত তৈরি করছে।

এনপিআর নিয়ে কংগ্রেস বিভ্রান্তি তৈরি করছে, দাবি বিজেপির

এনপিআর নিয়ে কংগ্রেস বিভ্রান্তি তৈরি করছে, দাবি বিজেপির

বিজেপির মুখপাত্র সইদ সানওয়াজ হোসেন বলেন যে কংগ্রেস সরকারই এনপিআরের পরে এনআরসি আনতে চেয়েছিলো। তাছাড়া প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্র মন্ত্রী যখন বলেছে যে এনআরসি নিয়ে কোনও রকম আলোচনা হবেনা, সেখানে কংগ্রেসের বিভ্রান্ত তৈরি করা উচিত না। তবে পাল্টা কংগ্রেসের দাবি যে বিজেপির মন্ত্রীরাই সংসদে একাধিকবার বলেছে যে এনপিআরের পরেই হবে এনআরসি।

বিজেপির বিরুদ্ধে তোপ অখিলেশ, কমলনাথের

বিজেপির বিরুদ্ধে তোপ অখিলেশ, কমলনাথের

অন্যদিকে বিজেপির বিরুদ্ধে এনপিআর প্রসঙ্গে সুর চড়াতে দেখা গেল মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কমল নাথ ও সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবকে। কমল নাথ অবশ্য বলেন যে কংগ্রেসও এনআরপি বাস্তবায়ন করতে চেয়েছিল, কিন্তু এনআরসি ছাড়াই। সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব বলেন যে সরকার নিজেই রাজ্যসভায় বলেছে যে এনপিআর হবে এনআরসি-র ভিত্তিতে। এখন আর কত মিথ্যা বলে জনগণকে বিভ্রান্ত করবে ?"

২০১২-র সালে লোকসভায় এনপিআরের বিরুদ্ধে সওয়াল কংগ্রেসের

২০১২-র সালে লোকসভায় এনপিআরের বিরুদ্ধে সওয়াল কংগ্রেসের

তবে লোকসভার রেকর্ড বলছে যে ২০১২ সালের ২৮শে আগস্ট তৎকালীন কংগ্রেস স্বরাষ্ট্র মন্ত্রী জিতেন্দ্র সিং বলেছিলেন যে জাতীয় নাগরিক পঞ্জি তৈরি করতে গেলে প্রথমে প্রয়োজন এনআরপি। তবে কংগ্রেসের মুখপাত্র অজয় মাকেন বলেন যে কংগ্রেস সরকার কখনোই সারা দেশ জুড়ে এনআরসি করার কথা ভাবেনি। কিন্তু ২০০৩ সালে বাজপেয়ী সরকারের আমলে বলা হয় যে সংশোধিত নাগরিকত্ব আইনের মাধ্যমেই ভারতীয় নাগরিকদের নিবন্ধন করা হবে। কিন্তু বর্তমান সরকার এনআরসি করার জন্য উঠে পড়ে লেগেছে।

 ২০০৯ এনপিআর প্রসঙ্গে হয় বিশেষ বৈঠক

২০০৯ এনপিআর প্রসঙ্গে হয় বিশেষ বৈঠক

এনপিআর অভিযান শুরুর আগে তৎকালীন ইউপিএ সরকার ২০০৯ সালের জানুয়ারিতে সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে এক বৈঠকও করেছিল বলে জানায় মাকেন। তিনি বলেন, "যারা কোনও এলাকায় এক বছরের বেশি সময় ধরে বসবাস করছেন এবং তিনি পরের কিছু মাস একই জায়গায় থাকতে চায় তাদের তালিকা ভুক্ত করার বিষয়টাকেই এনপিআর হিসাবে ধরা হয়। দেশের নাগরিক হোক কিংবা নাগরিক না হোক, একটা তথ্য রেকর্ড করে রাখা হতো।" তবে সাধারণ ভাবে দেখতে গেলে এনপিআর নিয়ে কোনও সমস্যা নেই, কিন্তু সেটা যখনই এনআরসির সাথে যুক্ত যুক্ত হবে, তখনই তা চূড়ান্ত হয়ে যাবে বলে মত মাকেনের।

English summary
Bjp demands that they think about NRC after Congress NPR proposal in 2012
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X