For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এপ্রিল থেকে জুন, সারা দেশে গরমের দাপট কতটা ভোগাবে! কী বলছেন আবহাওয়াবিদেরা

ভারতের আবহাওয়া সম্পর্কিত কেন্দ্রীয় দফতর জানিয়ে দিয়েছে এপ্রিল থেকে জুন দেশের প্রায় সমস্ত অংশেই গরম স্বাভাবিকের চেয়ে বেশি থাকবে।

  • |
Google Oneindia Bengali News

ভারতের আবহাওয়া সম্পর্কিত কেন্দ্রীয় দফতর জানিয়ে দিয়েছে এপ্রিল থেকে জুন দেশের প্রায় সমস্ত অংশেই গরম স্বাভাবিকের চেয়ে বেশি থাকবে। রবিবার এই সতর্কবাণী করেছে কেন্দ্রীয় হাওয়া অফিস। দেশের কয়েকটি প্রান্তে অবশ্য আবহাওয়া কিছুটা মনোরম থাকবে। আবার কিছু অংশে গরম স্বাভাবিকেরা চেয়ে বেশি থাকবে।

কিছু অংশে দাপট কম

কিছু অংশে দাপট কম

বলা হয়েছে, পূর্ব, পূর্ব-মধ্য ও দক্ষিণ ভারতে বিশেষ করে ওড়িশা, অন্ধ্রপ্রদেশ ও তেলাঙ্গানায় অন্য বারের চেয়ে এবছর গরমের দাপট কিছুটা কম থাকবে। বৃষ্টি সঠিক সময়ে শুরু হবে।

গরম থাকবে কম

গরম থাকবে কম

এবছর তাপমাত্রা দেশের বেশিরভাগ অংশে গড়ে কিছুটা বেশি মাত্রায় থাকবে। তবে ২০১৭ সালের গ্রীষ্মে যে দাপট গরমের দেখা গিয়েছিল, তার চেয়ে সামান্য কম থাকবে বলে ভবিষ্যদ্বাণী করা হয়েছে।

সময়ে বর্ষা

সময়ে বর্ষা

বলা হচ্ছে, এবছর সময়ে বর্ষা আসবে। সেরকমই ইঙ্গিত এখনও পর্যন্ত পাওয়া গিয়েছে। তবে তার মানে এটা নয় যে গরমের দাপট কম থাকবে। প্রতিবারের মতো এবারও একইভাবে গরমের দাপট থাকবে।

রাজস্থানে গরম

রাজস্থানে গরম

রাজস্থান ও মধ্যপ্রদেশে দারুণ গরম পড়বে। ইতিমধ্যে গরমের দাপট শুরু হয়ে গিয়েছে। এদিকে হিমাচলপ্রদেশ ও জম্মু ডিভিশনে গরমের দাপট বজায় থাকবে আগের চেয়ে অনেক বেশি।

ভয়ঙ্কর গরম

ভয়ঙ্কর গরম

২০১৭ সালকে ভারতীয় আবহাওয়াবিদেরা সবচেয়ে উত্তপ্ত বছর বলে ঘোষণা করেছেন। তার আগে ২০১৬ সালটি ১৯০১ সালের পর সবচেয়ে তপ্ত বছর ছিল বলে জানানো হয়েছিল। রাজস্থানে ফালোদিতে তাপমাত্রা ৫১ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছিল।

বিশেষজ্ঞদের পরামর্শ

বিশেষজ্ঞদের পরামর্শ

গরমে দুপুর ১২টা থেকে ৩টের মধ্যে রোদে বেরনোর চেষ্টা এড়িয়ে যেতে হবে। পর্যাপ্ত পরিমাণে জল খেতে হবে। হালকা সুতির জামাকাপড় পড়তে হবে। রোদে বেরলে সানগ্লাস, টুপি পরতে হবে। লেবুর জল, নুন চিনির জল, বাটার মিল্ক, লস্যি খেয়ে শরীর ঠান্ডা করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

English summary
IMD warned that the average temperatures in most parts of India are expected to be "above normal" between April and June
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X