For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মোদী সরকার কী ভারতকে একটা 'নজরদারি রাষ্ট্র' বানাতে চাইছে, সুপ্রিম কোর্টের কটাক্ষ

অনলাইন ডেটা নিরীক্ষণ করতে একটি সোশ্যাল মিডিয়া হাব স্থাপনের সিদ্ধান্তের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রকের সমালোচনা করল সুপ্রিম কোর্ট।

Google Oneindia Bengali News

কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রক সম্প্রতি অনলাইন ডাটা পর্যবেক্ষণের জন্য একটি সোশ্যাল মিডিয়া হাব স্থাপন করার সিদ্ধান্ত নিয়েছে। শুক্রবার এর জন্য মোদী সরকারের কড়া সমালোচনা করল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের মতে এটা হলে ভারত একটি একটি 'নজরদারি রাষ্ট্র'-এ পরিণত হবে।

সরকার কী নজরদারি রাষ্ট্র বানাতে চাইছে, সুপ্রিম কটাক্ষ

তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রকের ওই সিদ্ধান্তের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে মামলা করেছিলেন। শুক্রবার সেই মামলার শুনানিতেই প্রধান বিচারপতি দীপক মিশ্র এবং বিচারপতি এএম খানউইলকার ও বিচারপতি ডি ওয়াই চন্দ্রচুড়ের বেঞ্চ সাফ জানায়, এভাবে সরকার নাগরিকদের হোয়াটসঅ্যাপ বার্তা ট্যাপ করতে চাইছে। এব্যাপারে সরকার পক্ষকে দুই সপ্তাহের মধ্যে প্রতিক্রিয়া জানানোর নির্দেশ দেওয়া হয়েছে।

এদিন বেঞ্চ বলেছে, 'সরকার নাগরিকদের হোয়াটসঅ্যাপ বার্তা ট্যাপ করতে চাইছে। এভাবে তো একটা নজরদারি রাষ্ট্র গড়ে উঠবে।' আগামী ২০ আগস্ট ওই সোশ্যাল মিডিয়া হাব গড়ার জন্য সফটওয়্যার জোগানের জন্য টেন্ডার ডেকেছে কেন্দ্রীয় সরকার। কিন্তু তার আগেই বিষয়টির মীমাংসা করতে চাইছে শীর্ষ আদালত। মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে আগামী ৩ আগস্ট। ওই দিন অ্যাটর্নি জেনারেল বা সরকারের তরফে অন্য কোনও আইন আধিকারিককে আদালতে হাজির থেকে বিষয়টি নিয়ে তাদের মতামত জানাতে হবে।

English summary
Supreme Court on Friday condemns the Information and Broadcasting Ministry's decision to set up a social media hub for monitoring online data.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X