For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মোদী সরকারের 'পিএম কেয়ারস ফান্ড' এর টাকা নিয়ে সুপ্রিম কোর্টের বড়সড় নির্দেশ

  • |
Google Oneindia Bengali News

করোনার আবহে দেশ জুড়ে প্রবল সংকটের সময় পিএম কেয়ার ফান্ড গঠিত হয়েছিল। প্রধানমন্ত্রী নিজে এই ফান্ডের কথা ঘোষণা করেন। এবার এই ফান্ডের টাকা ট্রান্সফার সংক্রান্ত ঘটনায় সুপ্রিম কোর্টের তরফে বার্তা দেওয়া হয়েছে।

আদালতের কাছে আবেদন

আদালতের কাছে আবেদন

মোদী সরকারের হাতে তৈরি পিএম কেয়ার্স ফান্ডের টাকা যাতে ন্য়াশনাল ডিজাস্টার রিলিফ ফান্ডের হাতে যা, তার জন্য একটি মামলায় আর্জি জানানো হয় সুপ্রিম কোর্টে। আর এদিন সুপ্রিম কোর্ট সেই মামলা নিয়ে সরাসরি বড়সড় বার্তা দেয়।

সুপ্রিম কোর্ট কী জানিয়েছে?

সুপ্রিম কোর্ট কী জানিয়েছে?

সুপ্রিম কোর্ট সাফ জানিয়েছে, পি এম কেয়ার্স ফান্ডের টাকা কোনও মতেই এনডিআরেফ বা ন্য়াশনাল ডিজাস্টার রিলিফ ফান্ডের হাতে যাবে না। প্রয়োজনে আলাদা করে কোনও সংস্থা অনুদানের টাকা এনডিআরএফকে দিতে পারে। তবে পিএম কেয়ার্স থেকে টাকা যাবে না এনডিআরএফ-র কাছে।

কোভিড পরিস্থিতি নিয়ে সুপ্রিম বার্তা

কোভিড পরিস্থিতি নিয়ে সুপ্রিম বার্তা

সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে, ২০১৯ সালের নভেম্বর মাসে ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট প্ল্যান গঠিত হয়। আর তার মাধ্যমেই কোভিড পরিস্থিতি যথেষ্ট ভালোভালে মোকাবিলা করা যাবে। এর জন্য কোনও নতুন অ্যাকশন প্ল্যানের প্রয়োজন নেই।

 ভারতের করোনা পরিস্থিতি

ভারতের করোনা পরিস্থিতি

দেশে করোনায় সংক্রমণের সংখ্যা ছাড়াল ২৭ লক্ষ। এদিন সকালে আক্রান্তের সংখ্যা ২৭, ০২, ৭৪২ জন। এঁদের মধ্যে সক্রিয় আক্রান্ত ৬ লক্ষ ৭৩ হাজারের বেশি। এদিন সকালে স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে, সারা দেশে এখনও পর্যন্ত ১৯, ৭৭, ৭৭৯ মানুষ সুস্থ হয়ে উঠেছেন। সুস্থতার হার গিয়ে দাঁড়িয়েছে ৭৩.১৮ শতাংশে।

বিশ্বভারতীর পাঁচিল ভাঙার আঁচ মোদীর দফতরে! অভিযুক্ত তৃণমূল নেতাদের মধ্যে এফআইআর-এ প্রথম নাম বিধায়কেরবিশ্বভারতীর পাঁচিল ভাঙার আঁচ মোদীর দফতরে! অভিযুক্ত তৃণমূল নেতাদের মধ্যে এফআইআর-এ প্রথম নাম বিধায়কের

English summary
Supreme court orders Money from PM cares fund cant be transferred to National Disaster fund
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X