For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ধোপে টিকল না অ্যামাজনের আবেদন, ফিউচার গ্রুপের সঙ্গে রিলায়েন্সে চুক্তিতে ছাড়পত্র শীর্ষ আদালতের

ধোপে টিকল না অ্যামাজনের আবেদন, ফিউচার গ্রুপের সঙ্গে রিলায়েন্সে চুক্তিতে ছাড়পত্র শীর্ষ আদালতের

Google Oneindia Bengali News

ই-কমার্স সংস্থা অ্যামাজনের আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। অবশেষে ফিউচার গ্রুপ ও রিলায়েন্স রিটেলের চুক্তিতে ছাড়পত্র দিল শীর্ষ আদালত। ফিউচার গ্রুপের সঙ্গে রিলায়েন্স রিটেলের চুক্তির বিরোধিতা করে সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছিল মার্কিন ই-কমার্স সংস্থা অ্যামাজন। কিন্তু সু্প্রিম কোর্টের বিচারপতি রোহিন্টন এফ নারিমন এবং বিচারপতি বিআর গোভাইয়ের বেঞ্চ অ্যামাজনের সেই আবেদন খারিজ করে দেয়।

ধোপে টিকল না অ্যামাজনের আবেদন, ফিউচার গ্রুপের সঙ্গে রিলায়েন্সে চুক্তিতে ছাড়পত্র শীর্ষ আদালতের

কোম্পানি আইন মেনেই ফিউচার গ্রুপের সঙ্গে রিলায়েন্স রিটেলের চুক্তি হয়েছে বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট। ২০২১ সালের অগস্ট মাসে ফিউচার গ্রুপ তার রিটেল বিক্রি করার জন্য রিলায়েন্স রিটেলের সঙ্গে চুক্তি করেছিল।সেই চুক্তি স্বাক্ষরের ৩ মাস পর অ্যামাজনের পক্ষ থেকে তার বিরোধিতা করে মামলা করা হয়। সিঙ্গাপুর আরবিট্রেশন সেন্টারে এই চুক্তির বিরোধিতায় মামলা করে অ্যামাজন। অক্টোবর মাসে সেই মামলায় জয়ী হয় অ্যামাজন। কিন্তু এখন তার চূড়ান্ত সিদ্ধান্ত স্থগিত রয়েছে।

সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্তর পর অনেকটাই সুগম হল রিলায়েন্সের সঙ্গে ফিউচার গ্রুপের বাণিজ্যিক চুক্তি। আকারে আর বাড়তে চলেছে রিলায়েন্স রিটেল। করোনা পরিস্থিতির মধ্যেও ব্যবসায়ীক দিক দিয়ে অনেকটাই ভাল অবস্থায় রয়েছে রিলায়েন্স। ফেসবুকের সঙ্গে চুক্তি সহ একাধিক ক্ষেত্রে লাভজনক অবস্থানে গিয়েছে রিলায়েন্স। সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্তের পরে আরও পরিসর বাড়বে রিলায়েন্সের।

ভোটের মুখেই পুদুচেরিতে রাজ্যপাট হারাল কংগ্রেস, আস্থাভোটে হার নারায়ণস্বামীর সরকারেরভোটের মুখেই পুদুচেরিতে রাজ্যপাট হারাল কংগ্রেস, আস্থাভোটে হার নারায়ণস্বামীর সরকারের

English summary
Supreme Court issue notice to Amazone for try to stop Future group and Reliance deal
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X