For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সুপার সাইক্লোন 'মহা' প্রবল বেগে আরব সাগর থেকে ধেয়ে আসছে! কেরল উপকূল জুড়ে জারি সতর্কতা

  • |
Google Oneindia Bengali News

ফের এক সুপার সাইক্লোনের তাণ্ডবের আশঙ্কায় দেশ। এবার সুপার সাইক্লোন মহা আরব সাগরে ক্রমাগত শক্তি বাড়িয়ে লাক্ষাদ্বীপ অতিক্রম করে ভারতের দক্ষিণাংশে আছড়ে পড়তে চলেছে। ইতিমধ্যেই সাইক্লোন 'মহা' নিয়ে জারি হয়েছে সতর্কতা। মূলত কেরল উপকূলে আছড়ে পড়ার কথা সাইক্লোন 'মহা'র।

কেরলে প্রবেশের মুখে 'মহা

কেরলে প্রবেশের মুখে 'মহা


আবহাওয়া দফতর জানাচ্ছে, কেরল উপকূলে প্রবেশ করতে চলেছে সুপার সাইক্লোন মহা। আবহাওয়া দফতরের মতে, কেরলের ওপর দিয়েই আরব সাগর থেকে এই ঝড় বয়ে যাবে। প্রসঙগত, ২০১৮ সালে বিধ্বংসী বন্যার পর কেরলে ফের একবার এই ঝড় কতটা তাণ্ডব চালায় সেই কৌতূহল মনে নিয়ে আশঙ্কায় প্রহর গুনছে কেরলবাসী।

 প্রবল বাতাস ও বৃষ্টি

প্রবল বাতাস ও বৃষ্টি

গোটা কেরল জুড়ে প্রবল বাতাস বইতে পারে সাইক্লোন মহা-র কারণে। সঙ্গে থাকবে বৃষ্টির তাণ্ডব রূপও। এমনই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। ইতিমধ্যেই কেরলের বিভিন্ন অংশে জারি করা হয়েছে সতর্কতা। আপাতত কেরল থেকে আরব সাগরে ৩২৫ কিলোমিটার দূরে অবস্থান করছে 'মহা'।

 লাক্ষাদ্বীপ প্রভাবিত হতে পারে

লাক্ষাদ্বীপ প্রভাবিত হতে পারে

আবহাওয়া দফতরের মতে, এই সাইক্লোনের তাণ্ডবে প্রভাবিত হতে পারে লাক্ষাদ্বীপ। তবে ঝড়টি আপাতত উত্তর দিকে সরে যাচ্ছে ধীরে ধীরে।

 'মহা'র গতিবেগ কত?

'মহা'র গতিবেগ কত?


সুপার সাইক্লোন 'মহা'র গতিবেগ ঘণ্টায় ১০০ থেকে ১১০ কিলোমিটার হতে পারে বলে আশঙ্কা আবহাওয়াবিদদের। আরব সাগরে ৩১ অক্টোবর মধ্যরাত থেকেই বীভৎস রূপ নিয়ে ক্রমাগত উত্তর ও উত্তরপশ্চিম দিকে এগিয়ে যাচ্ছে এই ঝড়।

 কেরলে সতর্কতা

কেরলে সতর্কতা


যেকোনও রকমের দুর্যোগ থেকে রাজ্যকে বাঁচাতে তৎপর কেরল প্রশাসন। ইতিমধ্যেই সেখানে ১১ টি ত্রাণশিবির খুলে ফেলা হয়েছে। মৎসজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে। এদিকে, আরব সাগরে যাওয়া ৮ জন মৎসজীবী নিখোঁজ বলে জানিয়েছে কেরলের প্রশাসন।

English summary
Super Cyclone Maha intensifies , Kerala on High alert .
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X