For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সংসদে বন্ধ ভর্তুকি, বাজারদরেই খাবার কিনে খাবেন সাংসদরা

সংসদে বন্ধ ভর্তুকি, বাজারদরেই খাবার কিনে খাবেন সাংসদরা

Google Oneindia Bengali News

এবার থেকে সংসদের খাবারে কোনও ধরনের ভর্তুকি পাবেন সাংসদরা। সংসদের উভয় কক্ষেই দ্রুত প্রক্রিয়ায় এই নির্দেশ জারি করার কথা জানিয়েছেন লোকসভা স্পিকার ওম বিড়লা। বৃহস্পতিবারই এই নির্দেশ জারি করা হয়। এখন থেকে বাজারদরেই খাবার কিনবেন সাংসদরা। স্পিকারের সঙ্গে আলোচনায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্তই নিয়েছেন তাঁরা। এতদিন সংসদে খাবারের ভর্তুকি বাবদ সরকারকে খরচ করতে হত ১৭ কোটি টাকা। এখন থেকে সেই টাকা আর খসবে না রাজকোষ থেকে।

সংসদে বন্ধ ভর্তুকি, বাজারদরেই খাবার কিনে খাবেন সাংসদরা


সংসদে খাবারের ভর্তুকি নিয়ে দীর্ঘদিন ধরেই অভিযোগ ছিল সাধারণ মানুষের। সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে বিস্তর আন্দোলনও হয়েছে। মূল্যবৃদ্ধির জেরে সাধারণ মানুষের যখন নাভিশ্বাস, তখন সাংসদরা কেন ভর্তুকি পাবেন? এ প্রশ্নও বার বার উঠেছে। বুধবার এ প্রসঙ্গে বাণিজ্য সংক্রান্ত সংসদীয় কমিটির সঙ্গে বৈঠকে বসেন স্পিকার। সেখানেই সাংসদরা ভর্তুকি তুলে দেওয়ার সিদ্ধান্ত নেন। বৈঠক শেষে স্পিকার ওম বিড়লা ঘোষণা করেন, এই মুহূর্ত থেকে সংসদের খাবারে সমস্তরকম ভর্তুকি বন্ধ করা হল। সব সাংসদদের সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উল্লেখ্য, আপাতত সংসদে সমস্তরকম খাবারেই ভর্তুকি পেয়ে থাকেন সাংসদরা। সব খাবারই বাজারদর থেকে খানিকটা কমে পান তাঁরা। গতবছর একটি আরটিআইয়ের উত্তরে সরকার জানিয়েছিল, সংসদে মাটন কারি বিক্রি হয় মাত্র ৪৫ টাকা প্লেট হিসেবে। চিকেন কারি বিক্রি হয় ৫০ টাকা প্লেট হিসেবে। চিকেন বিরিয়ানি পাওয়া যায় ৬৫ টাকায়। যা কিনা, দিল্লির বাজারদরের তুলনায় বেশ কম।

বর্তমানে সংসদের নিম্নকক্ষে ৫৪৫ জন সাংসদ এবং উচ্চকক্ষে ২৪৫ জন সাংসদ রয়েছেন।

ব্যক্তিগত তথ্য সুরক্ষা বিলে বাড়ানো হচ্ছে গোপনীয়তা, শীঘ্রই পেশ সংসদেব্যক্তিগত তথ্য সুরক্ষা বিলে বাড়ানো হচ্ছে গোপনীয়তা, শীঘ্রই পেশ সংসদে

English summary
subsidies closed in parliament mps will buy food market price
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X