For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দেশের বিরোধী নেতাদেরও উপত্যকায় প্রবেশ করতে দেওয়া উচিত, দাবি ইইউ সাংসদের

দেশের বিরোধী নেতাদেরও উপত্যকায় প্রবেশ করতে দেওয়া উচিত, দাবি ইইউ সাংসদের

Google Oneindia Bengali News

ইউরোপিয়ান ইউনিয়ন সাংসদ প্রতিনিধি দলের জম্মু–কাশ্মীর সফর নিয়ে বিরোধীরা কটাক্ষ করলেও, তাঁদেরকেই সমর্থন করল ইইউয়ের প্রতিনিধিরা। ইউরোপিয়ান ইউনিয়ন সাংসদ নিকোলাস ফেস্ট জানিয়েছেন, বিদেশি প্রতিনিধিদের মতো ভারতের বিরোধী নেতাদেরও উচিত উপত্যকা সফরে আসা। এখানে অসামঞ্জস্যতা রয়েছে। প্রসঙ্গত মঙ্গলবারই উপত্যকা সফরে গিয়েছিলেন ইইউয়ের ২৩ জন প্রতিনিধি।

দেশের বিরোধী নেতাদেরও উপত্যকায় প্রবেশ করতে দেওয়া উচিত, দাবি ইইউ সাংসদের


ইইউ–এর সাংসদ বলেন, '‌আমার মনে হয় সরকার যদি জম্মু–কাশ্মীরে ইউরোপিয়ান ইউনিয়ন সাংসদ প্রতিনিধিদের ঢুকতে দেন, তবে নিশ্চয়ই ভারতের বিরোধী দলের নেতাদেরও সেখানে ঢুকতে দেওয়া উচিত। এখানে কিছু আসামঞ্জস্যতা রয়েছে। সরকারের উচিত তা স্পষ্ট করে বলা।’‌ মঙ্গলবার ইইউয়ের প্রতিনিধি উপত্যকায় প্রবেশের সঙ্গে সঙ্গে ভারতীয় বিরোধী দলের নেতারা মোদী সরকারের পক্ষপাতদুষ্ট রাজনীতির তীব্র নিন্দা করেন। টুইটারে কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেন, '‌ইউরোপের সাংসদরা জম্মু–কাশ্মীরে গাইড নিয়ে ভ্রমণ করছেন যেখানে ভারতীয় সাংসদদের প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারি রয়েছে এবং তাঁদের ঢুকতে দেওয়া হচ্ছে না।’‌

আর এক কংগ্রেস নেতা জয়রাম রমেশও মোদী সরকারকে ভৎসর্না করে বলেন, '‌জম্মু–কাশ্মীরের মানুষের সঙ্গে যখন ভারতীয় রাজনৈতিক নেতাদের বৈঠক করতে দেওয়া হচ্ছে না, সেখানে জাতীয়তাবাদের নামে বুক–পিটিয়ে উপত্যকা সফরে পাঠানো হচ্ছে ইউরোপিয়ান রাজনৈতিক ব্যক্তিত্বদের। এটা ভারতের নিজস্ব সংসদ এবং আমাদের গণতন্ত্রকে অপমান করা হয়েছে।’‌

ইইউয়ের ২৩ জন সাংসদের একটি দল মঙ্গলবার সেনা আধিকারিকদের সঙ্গে বৈঠক নএবং জম্মু–কাশ্মীরের বিভিন্ন জায়গা ঘুরে দেখেন। কড়া নিরাপত্তাবেষ্টনীর মধ্যেই রাজ্যের কয়েকটি অংশে সফরকালের শেষে ডাল লেকে গিয়ে সেখানকার শিকারায় করে ভ্রমণ করেন তাঁরা। সরকার এই প্রথমবার জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বিলোপ করা এবং এটিকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত করার পরে একটি আন্তর্জাতিক দলকে প্রবেশের অনুমতি দিল।

English summary
TamilNadu ,Parents watch Sujith Wilson’s rescue operation on TV, girl drowns.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X