For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মুখ্যমন্ত্রীর সঙ্গে শপথে কতজন মন্ত্রী, ইচ্ছা জানাল শিবসেনা! শপথে রাহুল-সনিয়ার অপেক্ষায় কংগ্রেস

শিবসেনার ইচ্ছা মুখ্যমন্ত্রীর সঙ্গে শপথ নেবেন তাদের দলের অন্তত ৫ জন মন্ত্রী।

  • |
Google Oneindia Bengali News

শিবসেনার ইচ্ছা মুখ্যমন্ত্রীর সঙ্গে শপথ নেবেন তাদের দলের অন্তত ৫ জন মন্ত্রী। একইভাবে অপর দুই জোট সঙ্গীরও ৫ জন করে মন্ত্রী শপথ নেবেন। অর্থাৎ তিন শরিক দল থেকে মোট ১৫ জন মন্ত্রী মুখ্যমন্ত্রীর সঙ্গেই শপথ নিন, এমনটাই চাইছে শিবসেনা। এদিকে মুখ্যমন্ত্রীর শপথগ্রহণের আগে চূড়ান্ত রাজনৈতিক তৎপরতা চলেছে মুম্বইয়ে। ক্ষমতার ভাগাভাগি কীভাবে হতে পারে, তাই নিয়েই চলছে আলোচনা।

শিবসেনার ইচ্ছা

শিবসেনার ইচ্ছা

শিবসেনার ইচ্ছা বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের সঙ্গেই শপথ নিন অন্তত ১৫ জন মন্ত্রী। তিন শরিকদলের থেকে ৫ জন করে।

শারদ-উদ্ধব বৈঠক

শারদ-উদ্ধব বৈঠক

বৃহস্পতিবারের শপথগ্রহণ অনুষ্ঠানকে ঘিরে মুম্বইয়ে এখন চলছে চূড়ান্ত রাজনৈতিক তৎপরতা। এদিন বিকেলে বৈঠকে মিলিত হয়েছেন শারদ পাওয়ার এবং উদ্ধাব ঠাকরে। মূলত ক্ষমতার ভাগাভাগি নিয়ে তাদের মধ্যে আলোচনা হওয়ার কথা। এর আগে অবশ্য শারদ পাওয়ার বৃহস্পতিবারের অতিথিদের তালিকা চূড়ান্ত করেছেন বলে জানা গিয়েছে।

কংগ্রেস-শিবসেনা বৈঠক

কংগ্রেস-শিবসেনা বৈঠক

শারদ পাওয়ারের সঙ্গে শিবসেনা সুপ্রিমো উদ্ধব ঠাকরের বৈঠকের পরেই কংগ্রেসের সঙ্গেও বৈঠক হবে শিবসেনার। কংগ্রেসের তরফে এই বৈঠকে হাজির থাকতে পারেন আহমেদ প্যাটেল।

মত পরিবর্তনের কারণ জানালেন অজিত পাওয়ার

মত পরিবর্তনের কারণ জানালেন অজিত পাওয়ার

এদিন বিজেপির জোট থেকে বেরিয়ে আসার কারণ জানিয়েছেন এনসিপি নেতা অজিত পাওয়ার। তিনি বলেছেন, সুপ্রিম কোর্টের রায়ের পরেই তাঁর মনোভাবের পরিবর্তন হয়েছে। একইসঙ্গে তিনমনি বলেন, তিনি এনসিপিতে ছিলেন, বর্তমানেও তিনি এনসিপির সঙ্গে রয়েছেন।

রাহুল-সনিয়ার উপস্থিতি নিয়ে এখনও অপেক্ষায় কংগ্রেস

রাহুল-সনিয়ার উপস্থিতি নিয়ে এখনও অপেক্ষায় কংগ্রেস

উদ্ধব ঠাকরের শপথগ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে রাহুল গান্ধী এবং সনিয়া গান্ধীকে। কিন্তু তাঁরা আদৌ উপস্থিত হবেন কিনা তা নিয়ে বুধবার বিকেল পর্যন্ত অন্ধকারে কংগ্রেস। এব্যাপারে তাঁদের সিদ্ধান্তের কথা এখনও জানা যায়নি।

English summary
Shiv Sena wants 5 ministers from each alliance partners, total 15 may take oath with Uddhav Thackeray
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X