For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তাদের হাতেই ক্ষমতার রিমোট কন্ট্রোল! সরকার গড়তে বাল ঠাকরেকে মনে করালেন শিবসেনা সাংসদ

মহারাষ্ট্রে ৫০-৫০ ফর্মুলা নিয়ে দড়ি টানাটানির মধ্যেই বাল ঠাকরেকে স্মরণ করল শিবসেনা। এদিন শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত বলেন, মহারাষ্ট্রের ক্ষমতার রিমোট কন্ট্রোল রয়েছে শিবসেনার হাতেই।

  • |
Google Oneindia Bengali News

মহারাষ্ট্রে ৫০-৫০ ফর্মুলা নিয়ে দড়ি টানাটানির মধ্যেই বাল ঠাকরেকে স্মরণ করল শিবসেনা। এদিন শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত বলেন, মহারাষ্ট্রের ক্ষমতার রিমোট কন্ট্রোল রয়েছে শিবসেনার হাতেই। এটা স্মরণ করা যেতে পারে যে ক্ষমতার রিমোট কন্ট্রোল শব্দটা ব্যবহার করতেন শিবসেনার প্রতিষ্ঠাতা বাল ঠাকরে।

আসন কমেছে শিবসেনার

আসন কমেছে শিবসেনার

২০১৪ সালের থেকে শিবসেনা এবারের নির্বাচনে কম আসনে জয়ী হয়েছে। ২০১৪-তে একা লড়াই করে শিবসেনা পেয়েছিল ৬৩ টি আসন। আর এবার জোট গড়ে লড়াই করে তারা পেয়েছে ৫৬ টি আসন। এর আগে একটি কার্টুন নিয়ে জল্পনা ছড়িয়েছিল। একটা বাঘের হাতে ছিল পদ্মফুল।

'দাবি থেকে সরবে না শিবসেনা'

'দাবি থেকে সরবে না শিবসেনা'

সঞ্জয় রাউত ইঙ্গিত দিয়ে বলেছেন, শিবসেনা তাদের দাবি থেকে সরে আসবে না। পাশাপাশি বিজেপি যদি শিবসেনার সমর্থন নিয়ে সরকার গড়তে চায়, তাহলে তাদের দাবিকে মর্যাদা দিতে হবে। তিনি আরও বলেছেন ১৬৪ টি আসনে লড়াই করে ১৪৪ টি আসনে জয় পাওয়ার যে স্ট্র্যাটেজি বিজেপি নিয়েছিল, তা জনগণ প্রত্যাখ্যান করেছে। নির্বাচনের আগে কংগ্রেস এবং এনসিপি নেতাদের বিজেপিতে যোগ দেওয়ানোরও সমালোচনা করেছেন তিনি।

৪ বিধায়কের সমর্থন শিবসেনাকে

৪ বিধায়কের সমর্থন শিবসেনাকে

এদিকে চার বিধায়ক শিবসেনাকে সমর্থন করেছে। দুই বিধায়ক হলেন পাহাড় জনশক্তি পার্টির এবং অপর ২ জন হলেন নির্দল। রবিবার তারা তাদের সমর্থনের কথা জানিয়ে শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরেকে চিঠি দিয়েছেন।

বিজেপি ও শিবসেনা জোট গড়েই বিধানসভা ভোটে প্রতিদ্বন্দ্বিতা করেছিল। ১০৫ ও ৫৬ টি আসন নিয়ে দুই দল মিলেই সংখ্যাগরিষ্ঠতা পেরিয়ে গিয়েছে। বিধানসভা ভোটের ফল বেরনোর কিছুক্ষণের মধ্যেই সেনা প্রধান উদ্ধব ঠাকরে সাংবাদিক সম্মেলন করে বিজেপিকে লোকসভা ভোটের আগে হওয়া আলোচনার কথা স্মরণ করিয়ে দেন।

মুম্বই যাচ্ছেন অমিত শাহ

মুম্বই যাচ্ছেন অমিত শাহ

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সম্ভবত ৩০ অক্টোবর মুম্বই যাচ্ছেন। নবনির্বাচিত বিজেপি বিধায়কদের সঙ্গে তিনি কথা বলবেন। সেই সময় তিনি উদ্ধর ঠাকরের সঙ্গে বৈঠক করতে পারেন বলেও জানা যাচ্ছে।

৫০-৫০ ফর্মুলায় নারাজ! বিজেপির নেতৃত্বেই সরকার, যুক্তি দিয়ে বললেন দেবেন্দ্র ফড়নবিশ

English summary
Shiv Sena has the remote control of power in Maharashtra, told Rajya Sabha MP Sanjay Raut. The term remote control of power was used Shiv Sena founder Bal Thackeray.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X