For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

৫০-৫০ ফর্মুলায় নারাজ! বিজেপির নেতৃত্বেই সরকার, যুক্তি দিয়ে বললেন দেবেন্দ্র ফড়নবিশ

শিবসেনার ৫০-৫০ ফর্মুলায় রাজি নয় বিজেপি। জোট সঙ্গীর প্রতি বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ বলেছেন, বিজেপি মহারাষ্ট্রে একক বৃহত্তম দল হিসেবে আত্মপ্রকাশ করেছে।

  • |
Google Oneindia Bengali News

শিবসেনার ৫০-৫০ ফর্মুলায় রাজি নয় বিজেপি। জোট সঙ্গীর প্রতি বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ বলেছেন, বিজেপি মহারাষ্ট্রে একক বৃহত্তম দল হিসেবে আত্মপ্রকাশ করেছে। রাজ্যে বিজেপির নেতৃত্বই স্থায়ী সরকার দিতে পারে বলেও মন্তব্য করেছেন তিনি।

দিওয়ালির পর সরকার গঠন

দিওয়ালির পর সরকার গঠন

মুখ্যমন্ত্রী বলেছেন, দিওয়ালির পর সরকার গঠনের প্রক্রিয়া শুরু করা হবে। মুম্বইয়ে দলীয় সমর্থকদের দিওয়ালির এক সভায় এই মন্তব্য করেছেন তিনি।

শিবসেনার দাবি

শিবসেনার দাবি

রাজ্যের মোট আসন সংখ্যা ২৮৮। বিজেপি অর্ধেক অর্থাৎ ১৪৪-এরও অনেক কম আসন পেয়েছে। বিজেপি পেয়েছে ১০৫ টি আসন। অন্যদিকে জোট সঙ্গী শিবসেনা পেয়েছে ৫৬ টি আসন। বিজেপির আসন কমে যাওয়ায় চাপ বাড়িয়েছে শিবসেনা। তারা ৫০-৫০ ফর্মুলায় লিখিত প্রতিশ্রুতি চাইছে। অর্থাৎ আড়াই বছর করে মুখ্যমন্ত্রিত্ব।

 জোট সংখ্যাগরিষ্ঠ, বলছেন ফড়নবিশ

জোট সংখ্যাগরিষ্ঠ, বলছেন ফড়নবিশ

অন্যদিকে শিবসেনার দাবিকে আমল দিতে রাজি নন ফড়নবিশ। তিনি বলেছেন, রাজ্যে বিজেপি, শিবসেনা, আরপিআই, আরএসপি, শিবসংগ্রাম সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। এই জনমতকে সম্মান জানানো উচিত বলেও মন্তব্য করেছেন তিনি। জনমত অনুযায়ী রাজ্যে সব থেকে বড় দল হয়েছে বিজেপি। দিওয়ালির পর পরিষদীয় দলনেতা নির্বাচিত করা হবে বলে জানিয়েছেন ফড়নবিশ। এরপরেই হবে নতুন সরকারের শপথগ্রহণ। একইসঙ্গে তিনি বলেছেন, বিজেপির নেতৃত্বাধীন সরকার রাজ্যে শক্তিশালী ও স্থায়ী সরকার দেবে।

'বিজেপির স্ট্রাইক রেট বেশি'

'বিজেপির স্ট্রাইক রেট বেশি'

'বিজেপির স্ট্রাইক রেট বেশি'

শপথ মনোহরলাল খাট্টারের! হরিয়ানায় বিজেপি-জোট সরকারের পথ চলা শুরুশপথ মনোহরলাল খাট্টারের! হরিয়ানায় বিজেপি-জোট সরকারের পথ চলা শুরু

English summary
BJP led alliance will provide stable govt in Maharashtra, claims Chief Minister Devendra Fadnavis. He also said that BJP emerged as the single largest party in Maharashtra.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X