For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মহারাষ্ট্র নিয়ে এবার সুপ্রিমকোর্টে শিবসেনা

মহারাষ্ট্রের সরকার গঠনের বল এবার গরাতে চলেছে সুপ্রিমকোর্টে। এমনই ইঙ্গিত দিল শিবসেনা।

Google Oneindia Bengali News

মহারাষ্ট্রের সরকার গঠনের বল এবার গরাতে চলেছে সুপ্রিমকোর্টে। এমনই ইঙ্গিত দিল শিবসেনা। সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার মধ্যে শিবসেনাকে সরকার গঠনের বিষয়ে চূড়ান্ত চিঠি দিতে বলেছিলেন রাজ্যপাল ভগত সিং কোশিয়ারি। তবে এনসিপি ও কংগ্রেসের সঙ্গে জোট নিয়ে মতপার্থক্য থেকে যাওয়ায় সেই চিঠি দিতে ব্যর্থ হয় শিবসেনা। চিঠি দিতে না পেরে রাজ্যপালের থেকে দুই দিনের সময় চেয়েছিল। তবে সেই সময় দিতে নারাজ হন রাজ্যপাল। বদলে এনসিপিকে ডেকে পাঠান রাজ্যপাল। রাজ্যপালের এই সিদ্ধান্তের বিরুদ্ধেই শীর্ষ আদালতের দ্বারস্থ হওয়ার প্রস্তুতি নিচ্ছেন উদ্ধাবরা।

এনসিপির শর্তে হেটেও সরকার গঠনে অক্ষম সেনা

এনসিপির শর্তে হেটেও সরকার গঠনে অক্ষম সেনা

এর আগে এনসিপির শর্ত মতো এনডিএ থেকে বেরিয়ে আসে শিব সেনা। কেন্দ্রে মোদী মন্ত্রিসভায় তাদের দলের একমাত্র মন্ত্রী অরবিন্দ সাওয়ান্তকে পদত্যাগ করতে বলা হয়। তবে এরপরও কংগ্রেসের সঙ্গে রাজনৈতিক মতাদর্শগত দিক দিয়ে অন্য মেরুতে থাকার কারণে জোট গঠনে দোনামোনা করছে শরদ-সনিয়ারা।

সেনার অভিযোগ

সেনার অভিযোগ

এদিকে সেনার অভিযোগ, বিজেপিকে রাজ্যপাল সরকার গঠনের জন্য তিন দিন সময় দিয়েছিলেন। সেখানে শিবসেনাকে দেওয়া হয় মাত্র একদিন। এই বিষয়ে অভিযোগ জানিয়ে শীর্ষ আদালতে মামলা করতে ইতিমধ্যেই কংগ্রেস নেতা তথা অভিজ্ঞ আইনজীবী কপিল সিব্বলকে নিযুক্ত করেছে সেনা।

আদিত্য ঠাকরের দাবি

আদিত্য ঠাকরের দাবি

গতকাল সেনার মুখ হয়ে ওঠা আদিত্য ঠাকরে জানান, রাজ্যপালের সঙ্গে দেখা করে সরকার গঠনের দাবি জানান তারা। তবে সম্ভাব্য দুই জোট সঙ্গীর সঙ্গে আলোচনার জন্য আরও দুই দিন সময় চান তারা। তবে সেই সময় দেওয়ার দাবি মেনে নেননি রাজ্যপাল। পাশাপাশি সেনার সরকার গঠনের দাবিও খআরিজ করেন তিনি।

English summary
shiv sena decides to move to supreme court against governor's decision of not granting extra time
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X