For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সংশোধিত নাগরিকত্ব আইনের বিরোধিতায় টুইটারে ভারতের ভুল মানচিত্র পোস্ট, বিতর্কে কংগ্রেস সাংসদ

সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদ জানাতে গিয়ে টুইটারে ভারতের ভুল মানচিত্র পোস্ট করলেন কংগ্রেস সাংসদ শশী থারুর।

Google Oneindia Bengali News

সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদ জানাতে গিয়ে টুইটারে ভারতের ভুল মানচিত্র পোস্ট করলেন কংগ্রেস সাংসদ শশী থারুর। তারপরেই উত্তেজনা চরমে ওঠে। বিতর্ক শুরু হয় শশী থারুরকে নিেয়। টুইটারে পাল্টা একের পর এক বিতর্কিত মন্তব্য ধেয়ে আসতে থাকে। সমালোচনার মুখে পড়ে শেষে টুইটটি মুছে দেন তিনি।

টুইটে ভারত বাঁচাও লিখে যে মানচিত্রটি পোস্ট করেছিলেন তাতে কাশ্মীরের কিছুটা অংশ পাকিস্তানের দখলে রয়েছে বলে দেখা যাচ্ছিল। তাতেই নেটিজেনরা ক্ষেপে ওঠেন। শশীকে কটাক্ষ করে একজন লিখেছেন কংগ্রেসের জন্যই যে কাশ্মীরের একা অংশ পাকিস্তান দখল করে রয়েছে তা এই মানচিত্র দেখেই বোঝা যাচ্ছে। আরেকজন নেটিজেন আবার লিখেছেন ভারতের মানচিত্র যিনি জানেন না তিনি দেশ বাঁচানোর কথা বলছেন কী করে।

টুইটারে ভারতের ভুল মানচিত্র পোস্ট বিতর্কে কংগ্রেস সাংসদ

কোঝিকোড়ে নাগরিকত্ব আইনের প্রতিবাদে একটি সভা করার আয়োজন করেছে কংগ্রেস তার পোস্টার শেয়ার করতে গিয়েই এই বিপত্তি বাঁধান শশী থারুর। পুরনো পোস্টি মুছে দিয়ে পরে নতুব করে পোস্ট করেন তিনি। তাতে ভারতের মানচিত্রটাই রাখেননি তিনি। সাফাই গেয়েছেন মানচিত্রের সীমারেখায় মানুষের অধিকাকার বাঁধতে চাইনি।

সমালোচনার মুখে পড়়ে নতুন করে টুইট করেন শশী। ফের পোস্টার-এর ছবি পোস্ট করেন তিনি। তবে এবার আর তাতে দেশের মানচিত্র ছিল না। শশী থারুর বলেন, আমি ওই মানচিত্রের মাধ্যমে দেশের সীমানা বোঝাতে চাইনি। চেয়েছিলাম দেশের মানুষদের বোঝাতে। বিজেপির ট্রোল-এর প্রতি বাড়তি গুরুত্ব দেওয়ার কোনও ইচ্ছে আমার নেই। প্রসঙ্গত, শুরু থেকেই বিজেপি সরকারের নাগরিক সংশোধনী আইনের বিরোধিতা করছে কংগ্রেস। তাদের অভিযোগ, নাগরিক সংশোধনী আইনের মাধ্যমে দেশে ধর্মের ভেদাভেদ তৈরি করতে চাইছে মোদী সরকার।

English summary
Shashi Tharur post wrong Map of India in Twitter
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X