For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সবাইকে অবাক করে উর্ধ্বমুখী সেনসেক্স, করোনা প্রভাব কাটিয়ে উঠল শেয়ার বাজার?

Google Oneindia Bengali News

সোমবারের পতনের পর মঙ্গলবারও বাজারের ট্রেন্ড একই থাকবে বলে মনে করেছিলেন বিশেষজ্ঞ ও বিনিয়োগকারীরা। তবে এদিন সবাইকে অবাক করে শেয়ার বাজার খুলতেই প্রথম ঘণ্টার লেনদেনের কারণে সেনসেক্স ওঠে ৮৫০ পয়েন্ট। নিফটিও ৮৫০০-র মার্ক ছাড়িয়ে যায়।

উর্ধ্বমুখী হয় নিফটি

উর্ধ্বমুখী হয় নিফটি

এদিন বাজারের লেনদেন চালু হতে ৮৭৬.৪৮ পয়েন্ট ওঠে সেনসেক্স। এর ফলে সেনসেক্স গিয়ে দাঁড়ায় ২৯,২৯৪.৯৪ পয়েন্টে। ২৪৮.২৫ পয়েন্ট বাড়ে নিফটিও। এর ফলে নিফিটি ৮৫২৯.৬২ পয়েন্টে বাজারের লেনদেন শুরু করে।

সোমবার শেয়ার বাজারের পতন ভাবিয়ে তুলেছিল সবাইকে

সোমবার শেয়ার বাজারের পতন ভাবিয়ে তুলেছিল সবাইকে

এর আগে করোনা ভাইরাসের দ্বীতিয় সপ্তাহের শুরুতই ফের বড় ধাক্কা খেয়েছিল শেয়ার বাজার। এদিন শেয়ার বাজারের লেনদেন চালু হতেই সেনসেক্স পড়ে যায় ১১০০ পয়েন্ট। এর জেরে সূচক গিয়ে দাঁড়ায় ২৮,৭০৮.৩৩ পয়েন্টে। এর আগে গত সপ্তাহে অর্থমন্ত্রীর করোনা সংক্রান্ত প্যাকেজ ঘোষণার পর শেয়ার বাজার উর্ধ্বমুখী হয়েছিল। তবে নতুন সপ্তাহ শুরু হতেই ফের পতন দেখা যায় বাজারে।

গতসপ্তাহে ২৫ হাজারের ঘরে নেমে গিয়েছিল সেনসেক্স

গতসপ্তাহে ২৫ হাজারের ঘরে নেমে গিয়েছিল সেনসেক্স

আগের সপ্তাহে শেয়ার বাজারের সূচক নেমে গিয়েছিল ২৫ বাজারের ঘরে। তবে অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের আর্থিক প্যাকেজ ঘোষণার পরই ফের চাঙ্গা হয়ে উঠেছিল শেয়ার বাজার। ৩১ হাজার পয়েন্ট ছুঁয়ে ফেলে সেনসেক্স।

করোনার জন্য ১ লক্ষ ৭৫ হাজার কোটি টাকার প্যাকেজ ঘোষণা

করোনার জন্য ১ লক্ষ ৭৫ হাজার কোটি টাকার প্যাকেজ ঘোষণা

প্রসঙ্গত, গত বৃহস্পতিবারই কেন্দ্রের তরফে ১ লক্ষ ৭৫ হাজার কোটি টাকার প্যাকেজ ঘোষণা করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। করোনার জেরে গরিব মানুষের যআতে কষ্ট না হয় বা অর্থনীতির উপর যাতে বেশি চাপ না পড়ে, সেটাই ছইল সেই প্যাকেজের মূল উদ্দেশ্য।

English summary
share market shoots up as trading starts o tuesday negating coronavirus effect
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X