For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মহারাষ্ট্রের সরকার গঠন নিয়ে সোনিয়ার সঙ্গে আলোচনাই হয়নি, জানালেন পাওয়ার

শিবসেনাকে সমর্থন নিয়ে এখনও দোলাচলে রয়েছেন এনসিপি নেতা শরদ পাওয়ার। গত কয়েকদিন ধরেই এই নিয়ে শরিক কংগ্রেসের সঙ্গে দফায় দফায় বৈঠক করে চলেছেন তিনি।

Google Oneindia Bengali News

শিবসেনাকে সমর্থন নিয়ে এখনও দোলাচলে রয়েছেন এনসিপি নেতা শরদ পাওয়ার। গত কয়েকদিন ধরেই এই নিয়ে শরিক কংগ্রেসের সঙ্গে দফায় দফায় বৈঠক করে চলেছেন তিনি। শীতকালীন অধিবেশনের প্রথম দিনেই দিল্লিতে পৌঁছে যান এনসিপি সুপ্রিমো। সেখানে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে মুখোমুখি বৈঠক করার কথা ছিল তাঁর। ১০ জনপথের বাড়িতেই হয় বৈঠক। তবে সেখানে সরকার গঠন নিয়ে কোনও আলোচনাই হয়নি বলে বেরিয়ে এসে সাংবাদিকদের জানান শরদ পাওয়ার।

মহারাষ্ট্রের সরকার গঠন নিয়ে সোনিয়ার সঙ্গে আলোচনাই হয়নি, জানালেন পাওয়ার

এনসিপির মুখপাত্র নবাব মল্লিক জানিয়েছেন, শরদ পাওয়ার দলের কোর কমিটির নেতাদের সঙ্গে বৈঠকে করার পরেই সোনিয়া গান্ধীর সঙ্গে বৈঠক করতে গিয়েছেন। সূত্রের খবর এনসিপির কোর কমিটির নেতারা মহারাষ্ট্রের রাষ্ট্রপতি শাসনের বিরোধিতা করেছেন। তবে কংগ্রেস যে প্রথম থেকেই শিবসেনার সঙ্গে জোট গড়া বিষয়ে নিমরাজি রয়েছে সেটা আগেই বোঝা গিয়েছিল।

এদিকে এনসিপি নেতা শরদ পাওয়ার শিবসেনার নেতৃত্বে সরকার গঠনের ক্ষেত্রে ফিফটি ফিফটি ফর্মুলার শর্ত চাপিয়েছে। পাঁচ বছরের শাসন কালে আড়াই বছর মুখ্যমন্ত্রী পদের দায়িত্বে এনসিপি থাকবে বলে দাবি করেছে। অন্যদিকে কংগ্রেস উপ মুখ্যমন্ত্রী পদের দাবি জানিয়েছে। এই জটেই আটকে রয়েছে সমর্থনের সমীকরণ।

এদিকে কংগ্রেস-এনসিপি জোটের শর্ত মেনে শিবসেনা কিন্তু মোদীর মন্ত্রিসভা ছেকে পদত্যাগ করেছে। লোকসভার শীতকালীন অধিবেশনে রাজ্যসভায় শিবসেনা সাংসদরা বিরোধী আসনে বসেছিলেন।

English summary
Sharad Power and Sonia Gandhi Meeting not on Maharashtra government formation
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X