For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইএসআইএস জঙ্গি প্রমাণে ৩৬,৯৮৬ পাতার চার্জশিট দাখিল

  • |
Google Oneindia Bengali News

বেঙ্গালুরু, ১ জুন : আইএসআইএস-এর টুইট প্রমোশন করার অভিযোগে মেহেদি মাসরুর বিশ্বাস নামে এক যুবককে গত বছরের ডিসেম্বরে গ্রেফতার করে বেঙ্গালুরু পুলিশ।

এদিন তাঁর বিরুদ্ধে ৩৬ হাজার ৯৮৬ পাতার চার্জশিট আদালতে জমা দিয়েছে পুলিশ। সেখানে মেহেদির করা আইএসআইএসের টুইট ও সঙ্গে নানা কথোপকথনের কপি রয়েছে।

আইএসআইএস জঙ্গি প্রমাণে ৩৬,৯৮৬ পাতার চার্জশিট দাখিল


এছাড়াও বহু আইএসআইএস অনুগামীদের সঙ্গে মেহেদির টুইটবার্তারও রেকর্ড জমা দেওয়া হয়েছে আদালতে। পুলিশের তরফে জঙ্গি কার্যকলাপ ও যুদ্ধে মদত দেওয়ার অভিযোগ আনা হয়েছে মেহেদির বিরুদ্ধে।

পুলিশের বয়ান অনুযায়ী, মেহেদি উত্তর ২৪ পরগনার রাজারহাট-গোপালপুরের বাসিন্দা। মেহেদি গ্রেফতার হওয়ার আগে পর্যন্ত বেঙ্গালুরুতে এক্সিকিউটিভ পদে চাকরি করত। তার টুইটার হ্যান্ডলটির নাম ছিল @shammiwitness। গত বছরের ১৩ ডিসেম্বর বেঙ্গালুরুর একটি ঠিকানা থেকে মেহেদিকে গ্রেফতার করেন কেন্দ্রীয় গোয়েন্দারা।

জানা গিয়েছে, চার্জশিটে ১ লক্ষ ২৪ হাজার টুইটের নথি তুলে ধরা হয়েছে। বলা হয়েছে, টুইট করে মেহেদি বহু মানুষকে জঙ্গি হতে উৎসাহ দেন। মহারাষ্ট্রের বেশ কিছু মানুষ মেহেদির ফাঁদে পা দেন বলেও চার্জশিটে উল্লেখ করা হয়েছে।

English summary
"Shammiwitness is the most influential ISIS tweeter", says Bengaluru police
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X