সুপ্রিম কোর্টের মধ্যস্থতাকারীদের কাছে ৭ দফার দাবি পেশ শাহিনবাগের প্রতিবাদীদের
সুপ্রিম কোর্টের মধ্যস্থতাকারীদের কাছে সাত দফা দাবি পেশ করল শাহিনবাহের প্রতিবাদীরা। শনিবার সকালেই শাহিনবাগে মহিলা আন্দোলনকারীদের সঙ্গে কথা বলতে যান সুপ্রিম কোর্ট নিযুক্ত মধ্যস্থতাকারী সুধা রামচন্দ্রন। মহিলারা তাঁর কাছে নিরাপত্তা সুনিশ্চিত করার লিখিত প্রতিশ্রুতি দাবি করেন। পরে দুপুরের দিকে যান আরেক মধ্যস্থতাকারী সঞ্জয় হেগড়ে। তখনই সাত দফা দাবি পেশ করা হয় তাঁদের কাছে। একনজরে প্রতিবাদীদের সাত দফা দাবি,

১. ২৪ ঘণ্টার নিরাপত্তা দাবি প্রতিবাদীদের
২. লিখিত ভাবে এই নিরাপত্তা দেওয়ার প্রতিশ্রুতি দিতে হবে, সুপ্রিম কোর্টকে জানাতে হবে
৩. টিনের আচ্ছাদন দিতে হবে আন্দোলনকারীদের জন্য
৪.জামিয়ার ছাত্রদের বিরুদ্ধে করা সব মামলা এবং অভিযোগ প্রত্যাহার করতে হবে
৫. জামিয়ার হিংসায় পুলিসের ভূমিকার তদন্ত করতে হবে
৬. শাহিনবাগে আন্দোলন জারি রাখার অনুমতি দিতে হবে
৭. শাহিনবাগের আন্দোলনকারীদের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করেছেন এমন নেতাদের বিরুদ্ধে পদক্ষেপ করতে হবে
সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে ইতিমধ্যেই শাহিনবাহের আন্দোলনকারীরা ৯ নম্বর রাস্তা খুলে দিয়েছেন। কিন্তু পুলিস সেখানে ব্যারিকেড বসিয়েছে বলে অভিযোগ। আন্দোলনকারীরা এই নিয়ে প্রশ্ন তুললে সুপ্রিম কোর্টের মধ্যস্থতাকারী সুধা রামচন্দ্রন রাস্তাটি পরিদর্শন করেন। দিল্লি পুলিস দাবি করেছে আন্দোলনকারীদের সুরক্ষা দিতেই এই ব্যারিকেড তৈরি করা হয়েছিল।