For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

স্বাধীনতার উপহার, মহাকাশে পৌঁছাবে ছাত্রদের তৈরি ৭৫টি উপগ্রহ

স্বাধীনতার উপহার, মহাকাশে পৌঁছাবে ছাত্রদের তৈরি ৭৫টি উপগ্রহ

Google Oneindia Bengali News

বেসরকারি সংস্থা স্পেস এক্স , আমাজন মহাকাশে উপগ্রহ পাঠিয়ে তাক লাগিয়ে দিয়েছে। বিশ্বের মধ্যে যোগাযোগ ব্যবস্থাকে আরও উন্নততর করেছে এইসব সংস্থার তৈরি উপগ্রহ। ভারতও খুব একটা পিছিয়ে নেই। এবার বেসরকারি উদ্যোগে পাঠাতে চলেছে উপগ্রহ। তাও একটা নয়, ৭৫টি উপগ্রহ পাঠাবে ভারত। এই বছরেই উপগ্রহগুলি ছুটবে অন্তরীক্ষের দিকে। লো আর্থ অরবিটে ঘুরে বেড়াবে এই সমস্ত উপগ্রহগুলি।

 স্বাধীনতার উপহার, মহাকাশে পৌঁছাবে ছাত্রদের তৈরি ৭৫টি উপগ্রহ

কিন্তু এই উপগ্রহগুলির বিশেষত্ব কী?

সমস্ত উপগ্রহগুলি তৈরির পরিকল্পনা, ডিজাইন এবং পুরোটাই তৈরি করেছ ভারতের বিভিন্ন প্রান্তের ছাত্ররা। এর নাম ইউনিটি স্যাট। ৭৫তম স্বাধীনতা দিবস উপলক্ষে এই মিশনটি করছে ছাত্ররা। এগুলি তৈরি করেছে চন্ডীগড় বিশ্ববিদ্যালয়, আইআইটি কানপুর, আইআইটি বম্বে এবং আরও ১১টি সংস্থার ছাত্ররা। মহাকাশে ইন্টারনেট ব্যবস্থা উন্নীত করার জন্য এগুলি তৈরি করা হয়েছে বলে জানা গিয়েছে। সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই স্পেস মিশনের কথা ইউনাইটেড নেশনসের বৈঠকে নিজের বক্তৃতার সময়ে এই মিশনের কথা উল্লেখ করেছিলেন। প্রধানমন্ত্রী বলেছিলেন, 'ভারতের ৭৫তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে দেশ ৭৫টি উপগ্রহ পাঠাবে মহাকাশে। এগুলি সবই তৈরি করেছে আমাদের বিভিন্ন স্কুল , কলেজের পড়ুয়ারা'। গত সেপ্টেম্বরে মাসেই এর ঘোষণা করা হলেও এর পরিকল্পনা শুরু হয়েছিল ২০২০ সালেই।

ইন্টারনেট ব্যবস্থার জন্য স্পেশ্যাল মহাকাশ যাত্রা

দ্য নইন্ডিয়ান টেকনোলজি কংগ্রেস এসোসিয়েশন ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন বা ইসরো-র সঙ্গে হাত মিলিয়ে এই কাজ করছে বলে জানা গিয়েছে। এটি হবে প্রথম পরীক্ষমূলক লং রেঞ্জ ইন্টার স্যাটেলাইট এবং গ্রাউন্ড কমিউনিকেশন সিস্টেম যা ইন্টারনেট ব্যবস্থাকে মহাকাশে নিয়ে যাবে। এগুলির মাধ্যমে লো অর্থ অরবিটে অডিও স্ট্রিমিং এবং সম্প্রচার করতে পারবে।

English summary
A constellation of 75 satellites will be launched later this year to push the country forward in an emerging space race in the Low Earth Orbit region
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X