For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সারদা কাণ্ড: তদন্ত রিপোর্ট তৈরি, রেহাই পাবে না কেউ, জানাল সিবিআই

Google Oneindia Bengali News

কলকাতা, ৭ জানুয়ারি : সারদা কেলেঙ্কারির তদন্ত এবার নয়া মোড় নিতে চলেছে। সুপ্রিম কোর্টের কাছে রিপোর্ট জমা দিতে চলেছে সিবিআই, যাতে প্রভাবশালী বেশ কয়েকজনের নাম দেওয়া হবে যাদের জিজ্ঞাসাবাদ করতে চায় সিবিআই।

আরও পড়ুন : সিবিআই তদন্ত প্রভাবিত করছে কেন্দ্র, কালো চাদরে বিক্ষোভ তৃণমূলের

সিবিআই ডিরেক্টর অনিল সিনহার কাছে জানতে চাওয়া হয় তবে কী মমতা বন্দ্যোপাধ্যায়কেও জিজ্ঞাসাবাদ করা হবে। উত্তরে সিনহা বলেন, যাদের যাদের জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন বলে মনে হবে তাদের সবাইকে ডাকা হবে, কেউ রেহাই পাবেন না।

সারদা কাণ্ড: তদন্ত রিপোর্ট তৈরি, রেহাই পাবে না কেউ, জানাল সিবিআই

তৃণমূলের শত্রুতাপূর্ণ আচরণ

সুপ্রিম কোর্টের কাছে সারদা তদন্ত সংক্রান্ত রিপোর্ট দেওয়ার সময়ে সিবিআইয়ের পক্ষ থেকে তৃণমূলের বিদ্বেষমূলক আচরণের বিষয়টিও জানানো হবে। মদন মিত্রকে আদালতে পেশ করার সময় তৃণমূলের পক্ষ থেকে যে আচরণ প্রদর্শন করা হয়েছে তা অবশ্যই জানানো হবে সুপ্রিম কোর্টকে।

সিবিআইএ-র অভিযোগ, মদন মিত্রকে আলিপুর আদালতে নিয়ে যাওয়ার সময় তৃণমূলের ভিড় যে ধরণের আচরণ করেছিল তাতে আতঙ্কিত বোধ করেছেন তদন্তকারী আধিকারিকরা। এবং অবাধ ও স্বচ্ছ তদন্তের জন্য সারদা তদন্তকে পশ্চিমবঙ্গের বাইরে নিয়ে যেতে চান বলেও শীর্ষ আদালতের কাছে আর্জি জানাবে সিবিআই।

সুপ্রিমকোর্টকে দেওয়া এই এই রিপোর্টে সিবিআই জানাবে তদন্তের সময় রাজ্য পুলিশ কীভাবে অসহযোগিতা করেছে। সারদা কাণ্ডের তদন্তকারী অফিসারদের জন্য অতিরিক্ত নিরাপত্তারও আর্জি জানাবে সিবিআই।

স্থানান্তর ছাড়া অন্য কোনও উপায় নেই

সিবিআই জানাবে, সারদা কাণ্ডের তদন্ত পশ্চিমবঙ্গের বাইরে নিয়ে যাওয়া ছাড়া অন্য কোনও উপায় নেই তাদের হাতে। সিবিআই তদন্তকারীদের মতে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের যা পরিস্থিতি তাতে এখানে থেকে অবাধ তদন্ত সম্ভব নয়।

সিবিআই সূত্রের খবর, বাংলার পরিস্থিতি একটাই কলুষিত হয়েছে যে তদন্তকারীরা রীতিমতো নিরাপত্তাহীনতা ও আতঙ্কে ভুগছেন। মদন মিত্রের পর্ব সেই জায়গাটাকে আরও প্রবলভাবে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। আমরা গোটা বিষয়টা শীর্ষ আদালতের কাছে জানাব। তারপর দেখা যাক শীর্ষ আদালত কী নির্দেশিকা দেয়।

যুক্তিগত দিক থেকে দেখতে গেলে পশ্চিমবঙ্গে থেকে সারদা কাণ্ডের তদন্ত করাটাই সবচেয়ে উপযুক্ত। যদি তৃণমূলের তরফ থেকে এই আশ্বাস দেওয়া হয় যে পরিস্থিতি আর বিকৃত করা হবে না তবে আমরা আমাদের আবেদনের বিষয়টি পুনর্বিবেচনা করে দেখতে পারি বলে জানিয়েছেন এক সিবিআই আধিকারিক।

আরও অনেকজনকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন

এই সারদা কাণ্ডের তদন্তে আরও বেশ কয়েকজন প্রভাবশালী ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে বলে শীর্ষ আদালতকে জানাবে সিবিআই। এদের মধ্যে কয়েকটি নাম এসএফআইও (সিরিয়াস ফ্রড ইনভেসটিগেশন অফিস) আগে সিবিআই-কে জানালেও রাজ্য সরকার ও পুলিশের অসহযোগিতার কারণে তাদেরকে জিজ্ঞাসাবাদ করতে পারেনি তদন্তকারীরা।

কুণাল ঘোষ যে সমস্ত হাই প্রোফাইল ব্যক্তিদের নামে অভিযোগ তুলেছিলেন, তাদের মধ্যে কয়েকজনের বিষয়ে বিবেচনা করছে সিবিআই, এবং সেবিষয়েও শীর্য় আদালতকে তাঁরা জানাবেন।

English summary
Saradha: Status report ready as CBI says none will be spared
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X