For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সারদা মামলায় প্রাক্তন কেন্দ্রীয় মাতঙ্গ সিং, শিবনারায়ণ দাসের বিরুদ্ধে চার্জশিট পেশ সিবিআইয়ের

  • |
Google Oneindia Bengali News

কলকাতা, ১৮ এপ্রিল : সারদা মামলায় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মাতঙ্গ সিংয়ের নাম চার্জশিটে রাখল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই। সুদীপ্ত সেনকে ঠকিয়ে ২৮ কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগও আনা হয়েছে মাতঙ্গের বিরুদ্ধে। গতকাল সারদা মামলায় দেওয়া চার্জশিটটি সিবিআইয়ের দ্বিতীয় অতিরিক্ত চার্জশিট।

শুক্রবার আলিপুরের অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালতে চার্জশিটটি পেশ করেন সিবিআই। চার্জশিটে মাতঙ্গ ছাড়াও অন্য একটি বেসরকারি অর্থলগ্নি সংস্থার মালিক শিবনারায়ণ দাসকেও অভিযুক্তের তালিকায় রাখা হয়েছে।

সারদা মামলায় প্রাক্তন কেন্দ্রীয় মাতঙ্গ সিং, শিবনারায়ণ দাসের বিরুদ্ধে চার্জশিট পেশ সিবিআইয়ের


মাতঙ্গ সিংয়ের চারটি কোম্পানিকেও ষড়যন্ত্রের আওতায় এনে চার্জশিটে রাখা হয়েছে বলে জানা গিয়েছে সিবিআই আধিকারিক সূত্রে। সুদীপ্ত সেনকে হাতে ধরে চিটফান্ডের ব্যবসায় নিয়ে আসা শিবনারায়ণ দাসের বিরুদ্ধে ষড়যন্ত্র, লোকঠকানো, বিশ্বাসভঙ্গ ইত্যাদি অভিযোগ আনা হয়েছে।

আলিপুর আদালতে গত বছরের ১৭ নভেম্বর সারদা মামলায় প্রথম চার্জশিট জমা দেয় সিবিআই। তাতে নাম ছিল সারদার কর্ণধার সুদীপ্ত সেন, দেবযানী মুখোপাধ্যায়, প্রাক্তন পুলিশকর্তা রজত মজুমদার এবং ইস্টবেঙ্গল ক্লাবের কর্তা দেবব্রত ওরফে নিতু সরকারের। এরপর গ্রেফতার করা হয় তৎকালীন তৃণমূল সাংসদ সৃঞ্জয় বসু এবং পরিবহণমন্ত্রী মদন মিত্র।

অসমে সারদার ব্যবসার খোঁজ করতে গিয়ে মাতঙ্গের নাম পায় সিবিআই। তারা জানায়, তাঁর চারটি সংস্থা কেনার জন্য ৮১ কোটি ৫০ লক্ষ টাকার চুক্তি হয়েছিল সারদা-প্রধান সুদীপ্তের। সুদীপ্ত তাঁকে ২৮ কোটি টাকা দেন। ২০১৩ সালের ৮ ফেব্রুয়ারি সেই চুক্তি বাতিল হয়ে যায়। কিন্তু ২৮ কোটি টাকা ফেরত পাননি সুদীপ্ত। সেই ভিত্তিতেই মামলা করেছে সিবিআই।

English summary
Saradha scam: CBI names former minister Matang Sinh in charge sheet
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X