For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কেউ পাশে নেই পাইলটের, শাস্তির হুঁশিয়ারি রাজস্থানে কংগ্রেসের পর্যবেক্ষক অবিনাশ পাণ্ডের

কেউ পাশে নেই পালটের, শাস্তির হুঁশিয়ারি রাজস্থানে কংগ্রেসের পর্যবেক্ষক অবিনাশ পাণ্ডের

Google Oneindia Bengali News

নরম হয়ে কাজ হবে না বুঝে গিয়েছে হাইকমান্ড। তাই এবার হুমকি আর হুঁশিয়ারির আশ্রয় নিয়েছেন তাঁরা। সচিনের সঙ্গে কোনও বিধায়ক নেই বুঝে নিয়েই হুঁশিয়ারি দিতে শুরু করেছেন তাঁরা। রাজস্থানে কংগ্রেসের পর্যবেক্ষক অবিনাশ পাণ্ডে রীতিমত হুঁশিয়ারি দিয়ে বলেছেন শৃঙ্খলাভঙ্গের সাজা পেতে হবে পাইলটকে।

সচিনকে হুঁশিয়ারি

সচিনকে হুঁশিয়ারি

রাজস্থানে কংগ্রেসের পর্যবেক্ষক অবিনাথ পাণ্ডে রীতিমত হুঁশিয়ারি দিয়ে বলেছেন, দলের কোনও বিধায়ক এখন তাঁর সঙ্গে নেই। তাই শৃঙ্খলাভঙ্গের শাস্তি তাঁকে পেতেই হবে। আগেই হুইম জারি করে কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছিল জয়পুরে বিধানসভার পরিষদীয় দলের বৈঠকে সব বিধায়ককে উপস্থিত থাকতে হবে। নইলে কড়া শাস্তির মুখে পড়তে হবে তাঁদের। হাইকমান্ডের নির্দেশ মেনে ১০২ জন বিধায়ক উপস্থি ছিলেন অশোক গেহলটের বাসভবনের বৈঠকে। হাজিরা দেননি কেবল সচিন পাইলট।

শৃঙ্খলা ভঙ্গের শাস্তি

শৃঙ্খলা ভঙ্গের শাস্তি

হুইপ জারির পরেই রাজস্থানে বিধানসভার পরিষদীয় দলের বৈঠকে উপস্থিত ছিলেন না বিদ্রোহী সচিন পাইলট। তাই দলের নির্দেশ অমান্য করায় তাঁকে শাস্তির মুখে পড়তে হবে বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন কংগ্রেসের রাজস্থানের পর্যবেক্ষক অবিনাশ পাণ্ডে। সচিন পাইলটের সঙ্গে তাঁরা কোনও যোগাযোগও করতে পারছেন না। কারণ সচিন কংগ্রেস নেতাদের ফোন ধরছেন না বলে জানা গিয়েছে।

৩০ বিধায়কের সমর্থন হারিয়েছেন সচিন

৩০ বিধায়কের সমর্থন হারিয়েছেন সচিন

গতকালই সচিন পাইলট জানিয়েছিলেন ৩০ জন বিধায়কের সমর্থন হারিয়েছেন অশোক গেহলট সরকার। যদিও পরের দিন সচিনের অনুগামী কয়েকজন হাজির হয়ে গিয়েছেন জয়পুরে অশোকের বাসভবনে। ১০২ জন বিধায়ককে নিয়ে শক্তি প্রদর্শন করেছেন অশোক গেহলট সরকার। একই সঙ্গে সচিনকে ফেরার বার্তাও দিয়েছেন তিনি।

বিজেপির উস্কানি

বিজেপির উস্কানি

রাজস্থান বিজেপির প্রধান সতীশ পুনিয়া দাবি করেছেন বিজেপিতে যোগ দিতে চাইছেন একাধিক বিধায়ক। এই মন্তব্য করে তিনি কংগ্রেসের দিকেই ইঙ্গিত করেছেন। গতকাল থেকেই সচিন পাইলটের বিজেপিতে যোগ দানের জল্পনা তুঙ্গে রয়েছে। সচিন পাইলট রাজস্থানের বিজেপি প্রধানের সঙ্গে যোগাযোগ করেছেন বলেও খবর ছড়িয়েছে।

রাজস্থানে অনেক বিধায়ক যোগ দিতে চান পদ্মশিবিরে, কংগ্রেসের ফাটল চওড়া করার চেষ্টা বিজেপি প্রধানেররাজস্থানে অনেক বিধায়ক যোগ দিতে চান পদ্মশিবিরে, কংগ্রেসের ফাটল চওড়া করার চেষ্টা বিজেপি প্রধানের

English summary
Sachin pilot have to face punishment of indiciplene in Party says Avinash Pandey
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X