For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপিতে বিশ্বাস রেখেছে দেশ! দশমীতে বার্তা দিয়ে আরও যা বললেন মোহন ভগবত

দশেরায় নাগপুরের রেশিমবাগের মাঠে স্বয়মসেবকদের উদ্দেশে ভাষণ দিলেন আরএসএস প্রধান মোহন ভগবত। নিজেদের সংগঠন এবং সহযোগী সংগঠনগুলি সম্পর্কে তিনি বার্তা দিতে চেয়েছেন।

  • |
Google Oneindia Bengali News

দশেরায় নাগপুরের রেশিমবাগের মাঠে স্বয়মসেবকদের উদ্দেশে ভাষণ দিলেন আরএসএস প্রধান মোহন ভগবত। নিজেদের সংগঠন এবং সহযোগী সংগঠনগুলি সম্পর্কে তিনি বার্তা দিতে চেয়েছেন। রাজনীতি, সমাজ, জাতীয় সুরক্ষা কিংবা পরিবার, বিভিন্ন সময় বিভিন্ন ইস্যুতে তিনি আরএসএ-এর কর্মীদের সামনে ভাষণ দিয়েছেন।

'ভারতের নির্বাচন স্বতন্ত্র'

এদিন তিনি বলেন, ভারতের গণতন্ত্র পশ্চিমী দেশগুলির দ্বারা প্রভাবিত নয়। বলা যেতে পারে স্বতন্ত্র। নির্বাচন থেকেই তা প্রমাণিত। মন্তব্য করেছেন মোহন ভগবত। সংবিধানের ৩৭০ ধারা বাতিলকেও প্রশংসা করেছেন তিনি। বলেছেন মানুষের অনুভূতিকে সম্মান জানানো হয়েছে। তিনি বলেছেন ২০১৪ সালে যে পরিবর্তনের সূচনা হয়েছিল, তা ২০১৯ সালে চলেছে। সারা পৃথিবী এই ঘটনা পরিলক্ষিত করেছে। তবে এটা জরুরি নয় যে, সবাই এই পরিবর্তনের সঙ্গে সহমত হবেন।

'উন্নত ভারত কারও কারও মনে ভয় তৈরি করেছে'

উন্নত ভারত কারও কারও স্বার্থের পরিপন্থি এবং উন্নত ভারত কারও কারও মনে ভয় তৈরি করেছে। তিনি বলেছেন, বৈচিত্র দেশের অন্যতম শক্তি। কিন্তু ভাষা, ধর্মে এই বৈচিত্রকে অনেকেই নিজের স্বার্থে ব্যবহার করতে চাইছেন। বিভেদ তৈরি করতে চাইছেন।

দেশের নিরপত্তায় খুশি

দেশের নিরাপত্তা ব্যবস্থায় খুশি মোহন ভগবত। সে সেনাবাহিনীই হোক কিংবা সরকারি নীতি। দেশ সর্বদা সতর্ক আছে। সেইসঙ্গে আত্মবিশ্বাসী বলে জানিয়েছেন তিনি। স্থলে হোক কিংবা জলে, ভারতের নিরাপত্তা ব্যবস্থা আগের থেকে ভাল বলেও মন্তব্য করেছেন তিনি। পাশাপাশি নজরদারি ব্যবস্থাও আগের থেকে উন্নত বলেও দাবি করেছেন তিনি।

গণপ্রহারের সমালোচনা

গণপ্রহারের সমালোচনা করতে গিয়ে মোহন ভাগবত বলেছেন, গণপ্রহার ভারতের নয়, এর উৎস পথ ধর্মীয় গল্প থেকে। তিনি বলেন আমরা ভারতীয়রা ভ্রাতৃত্বে বিশ্বাসী। ভারতীয় হিন্দুদের ওপর এই জাতীয় শব্দ চাপিয়ে দেওয়া উচিত নয়চয় বলেও মন্তব্য করেছেন তিনি।

এদিনের অনুষ্ঠানে হাজির ছিলেন সমাজের বিভিন্ন অংশের অনেকেই। ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী নীতীন গড়করি, অবসর প্রাপ্ত জেনারেল ভিকে মালিক এবং মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ।

[ বায়ুসেনার প্রতিষ্ঠাবার্ষিকীতে শক্তি প্রদর্শনে মিগ-‌‌২১-এ সওয়ার অভিনন্দন বর্তমান][ বায়ুসেনার প্রতিষ্ঠাবার্ষিকীতে শক্তি প্রদর্শনে মিগ-‌‌২১-এ সওয়ার অভিনন্দন বর্তমান]

[ নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলি যুদ্ধে মৃত জঙ্গি! জম্মু ও কাশ্মীরের উদ্ধার প্রচুর অস্ত্র][ নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলি যুদ্ধে মৃত জঙ্গি! জম্মু ও কাশ্মীরের উদ্ধার প্রচুর অস্ত্র]

English summary
RSS chief Mohan Bhagwat on Tuesday addressed swayamsevaks on the occasion of Dussehra at Nagpur's Reshimbagh ground. He told that India has put faith in BJP.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X