ক্ষমতায় ফেরার পথ মসৃণ হতেই মধ্যপ্রদেশে প্রকাশ্যে বিজেপির অন্তর্দ্বন্দ্ব!
কংগ্রেস ছেড়ে বিজেপির পথে পা বাড়িয়ে দিয়েছেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। সিন্ধিয়া কংগ্রেস ছাড়তেই কংগ্রেসের ২২ বিধায়কও দল ছাড়তে উদ্যোগ নেয়। ইস্তফার হিড়িকে মধ্যপ্রদেশে কংগ্রেসের সরকার পতনের পথে। এই পরিস্থিতিতে হোলির দিন আগাম দিওয়ালির কথা শোনা যায় মধ্যপ্রদেশের বিজেপি কর্মীদের মুখে। এরই মধ্যে বিজেপির অন্তরকলহ সামনে এল।

বিজেপির পথে পা যে বাড়িয়েছেন সিন্ধিয়া
বিজেপির পথে পা যে বাড়িয়ে দিয়েছেন তা স্পষ্ট হয়ে যায় হোলির দিন সকালেই। মঙ্গলবার সকাল সকাল প্রধানমন্ত্রীর বাড়িতে যান প্রাক্তন কংগ্রেস নেতা জ্যোতিরাদিত্য সিন্ধ্যা। সিন্ধিয়া যাওয়ার কিছুক্ষণ পরেই মোদীর বাসভবনে ঢোকেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। জল্পনা ছিল আগেই। তবে এই ছবি সামনে আসতেই আর সব সন্দেহ চলে যায়। এর পরপরই কংগ্রেস থেকে ইস্তফা দেন সিন্ধিয়া ঘনিষ্ঠ ১৯ জন বিধায়ক। পরে ইস্তফা দেন আরও বেশ কয়েকজন। মোট ২২ জন বিধায়ক কংগ্রেস ছেড়ে দেন। এদের সকলেরই পরবর্তী গন্তব্য বিজেপি।

ইস্তফার হিড়িকে কমলাথের সরকারের পতন সময়ের অপেক্ষা
এদিকে এই ইস্তফার হিড়িকে কমলাথের সরকারের পতন এখন কেবল সময়ের অপেক্ষা। ২২ জন কংগ্রেস বিধায়ক ইস্তফা দিয়েছেন। তাঁদের মধ্যে কমল নাথ সরকারের মন্ত্রিসভার সদস্যরাও আছেন। মঙ্গলবার পর্যন্ত কমল নাথ সরকারের সঙ্গে ১২০ জন বিধায়কের সমর্থন ছিল। সেখানে বিজেপির সদস্য সংখ্যা ১০৭। সরকার গড়তে দরকার ১১৫-জন বিধায়কের সমর্থন। সেক্ষেত্রে কংগ্রেস থেকে পদত্যাগ করা ২২ জন বিজেপিতে যোগ দিলে সংখ্যালঘু হয়ে পড়বে কমল নাথের সরকার। পাশাপাশি একধাক্কায় সরকার গড়ার ক্ষেত্রে অনেকটা এগিয়ে যাবে বিজেপি।

সরকার গঠনে তৎপর বিজেপির অন্তরকলহ
এই পরিস্থিতিতে সরকার গঠন করার বিষয়ে বৈঠকে বসেন সেরাজ্যের বিজেপি নেতৃত্ব। জানা গিয়েছে সেই বৈঠকেই বচসায় জড়ান বিজেপি বিধায়ক নরোত্তম মিশ্রের সমর্থক ও প্রাক্তন প্রধানমন্ত্রী শিবরাজ সিং চৌহানের সমর্থকরা। মনে করা হচ্ছে বিজেপি সরকার গঠন করলে মুখ্যমন্ত্রী কে হবেন, সেই টানাপোড়েনের জেরেই এই কলহ শুরু হয়।

সিন্ধিয়া সমর্থকরা ফের কংগ্রেসমুখী?
এদিকে মধ্যপ্রদেশে নাটকে নয়া মোড়। সূত্রের খবর, কংগ্রেসের পদত্যাগী ২২ জন বিধায়কের মধ্যে ১২ জন বিজেপিতে যেতে চান না। তাঁদের স্পষ্ট দাবি, আমরা মহারাজের সঙ্গে এসেছি, কিন্তু আমরা বিজেপিতে যেতে চাই না। এর ফলে মধ্যপ্রদেশ অঙ্ক বদলাচ্ছে। জানা যায়, এই ১২ বিধায়ক মুখ্যমন্ত্রী কমল নাথের বাড়িতে বৈঠকে বসেন।