For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পিএমসি-র ছায়া বেঙ্গালুরুর ব্যাঙ্কে, বিজ্ঞপ্তি জারি আরবিআই-এর

পিএমসি-র ছায়া বেঙ্গালুরুর ব্যাঙ্কে, বিজ্ঞপ্তি জারি আরবিআই-এর

Google Oneindia Bengali News

কয়েক মাস আগের পিএমসি কাণ্ডের রেশ এখনও তাজা রয়েছে বহু মানুষের মনে। এখনও নিজের গচ্ছিত সঞ্চয় ফিরে পাওয়ার আসায় অনেকেই আন্দোলন করছেন। এবার সেই একই ছাড়া দেখা যাচ্ছে বেঙ্গালুরুর এক ব্যাঙ্কে। বেঙ্গালুরুর শ্রী গুরু রাঘবেন্দ্র সহকার ব্যাঙ্কের সব কার্যকলাপ পরবর্তী নোটিশ পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দিল আরবিআই। তবে কেন্দ্রীয় ব্যাঙ্ক জানিয়েছে যে সেভিংস ও কারেন্ট অ্যাকাউন্ট থেকে ৩৫ হাজার পর্যন্ত টাকা তুলতে পারবেন আমানতকারীরা।

পিএমসি-র ছায়া বেঙ্গালুরুর ব্যাঙ্কে, বিজ্ঞপ্তি জারি আরবিআই-এর

এই মর্মে বেঙ্গালুরুর ব্যাঙ্কটির চিফ জেনারেল ম্যানেজার যোগেশ দয়ালকে ব্যাঙ্কিং আইনের অন্তর্গত ৩৫এ ও ৫৬ নম্বর ধারায় একটি নোটিশ জারি করেছে কেন্দ্রীয় ব্যাঙ্ক।

পিএমসি ব্যাঙ্ক দুর্নীতি নিয়ে সোরগোল ক্রমেই বাড়ছে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নির্দেশে আমানতকারীদের টাকা তোলায় বিশেষ নিষেধাজ্ঞা জারি হয়েছে। প্রাথমিকভাবে সুপ্রিম কোর্ট জানিয়েছিল, আগামী ছ'মাস ধরে ব্যাঙ্ক থেকে ১০,০০০ টাকার বেশি তুলতে পারবেন না আমানতকারীরা। পরে তা বাড়িয়ে যথাক্রমে ২৫,০০০ এবং ৪০,০০০ টাকা করা হয়েছে। আমানতকারীদের তবুও উৎকণ্ঠা কমছে না। সোশ্যাল মিডিয়ায় বহু ঘটনাও আসছে প্রকাশ্যে। নিজের সঞ্চয় হাতছাড়া হওয়ার ভয়ে প্রাণ হারিয়েছেন বহু মানুষ।

English summary
rbi curbs bengaluru bank from doing business until further notice
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X