For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

হিন্দুদের জন্য গর্বের মুহূর্ত, নাগরিকত্ত্ব বিল নিয়ে বিতর্কিত মন্তব্য রবি কিষাণের

হিন্দুদের জন্য গর্বের মুহূর্ত, নাগরিকত্ত্ব বিল নিয়ে বিতর্কিত মন্তব্য রবি কিষাণের

Google Oneindia Bengali News

নাগরিকত্ত্ব সংশোধনী বিল নিয়ে বুধবার বিতর্কিত মন্তব্য করলেন বিজেপি সাংসদ রবি কিষাণ। তিনি জানান যে হিন্দুদের জন্য এটা গর্বের মুহূর্ত।

হিন্দুদের জন্য গর্বের মুহূর্ত, নাগরিকত্ত্ব বিল নিয়ে বিতর্কিত মন্তব্য রবি কিষাণের


সংসদের বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় রবি কিষাণ বিতর্কিত নারিকত্ত্ব বিলকে রক্ষা করে জানান যে ভারত একটি হিন্দু রাষ্ট্র এবং এখানে অধিকাংশরাই হিন্দু। বিজেপি সাংসদ বলেন, '‌১০০ কোটি হিন্দুর এখানে বসবাস, তাই ভারত একটি হিন্দু রাষ্ট্রই। অনেক মুসলিম এবং ক্রিস্টান দেশ রয়েছে, তেমনি আমাদের কাছেও ভারত রয়েছে যেখানে আমরা আমাদের সংস্কৃতিকে জীবিত রাখতে পারি। এটা আমাদের কাছে গর্বের মুহূর্ত।’ দিনের শুরুতে কেন্দ্রীয় মন্ত্রীসভায় এই বিল প্রসঙ্গে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে যে পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তানের মুসলিম শরণার্থীরা যদি তাঁদের দেশে নির্যাতনের সম্মুখীন হন, তবে সেক্ষেত্রে এদেশে তাঁদের নাগরিকত্ত্ব দেওয়া হবে। ১৯৫৫ সালের নাগরিকত্ত্ব বিলের সংশোধন সংসদে পরবর্তী দু’‌দিনের মধ্যে পেশ করা হবে বলে জানা গিয়েছে।

শশী থারুর সহ কংগ্রেস এই নাগরিকত্ত্ব (‌সংশোধনী)‌ বিলের বিরোধিতা করে জানান যে এটি সংবিধানের মৌলিক অধিকারগুলিকে খর্ব করে। থারুর সংসদ চত্ত্বরে দাঁড়িয়ে বলেন, '‌আমি মনে করি এই বিলটি অসাংবিধানিক। কারণ এই বিলে ভারতের আসল ধারণাটিকে লঙ্ঘন করা হয়েছে। যাঁরা বিশ্বাস করেন ধর্মের উচিত জাতীয়তা নির্ধারণ করা, সেটা পাকিস্তানের ধারণা, তারা পাকিস্তান তৈরি করেছে। আমরা সবসময়ই এটা নিয়ে তর্ক করেছি যে আমাদের জাতির ধারণা হল মহাত্মা গান্ধী, নেহেরুজি, মৌলানা আজাদ, ডঃ আম্বেদকর যেটি বলে গিয়েছেন, তা হল ধর্ম কোনওদিন জাতীয়তা নির্ধারণ করতে পারে না।’‌ থারুর আরও বলেন, '‌আমাদের দেশ সকলের এবং প্রত্যেকেরই ধর্ম নির্বিশেষে এই দেশে সমান অধিকার রয়েছে এবং তাঁরা যে সংবিধান লিখেছিল তা প্রতিফলিত হয়েছে। আজ, এই বিল সংবিধানের এই মৌলিক আইনকে ক্ষুন্ন করেছে।’‌

প্রধানমন্ত্রী মোদীও পদ খোয়ালে এসপিজি সুরক্ষা পাবেন না, জানালেন অমিত শাহপ্রধানমন্ত্রী মোদীও পদ খোয়ালে এসপিজি সুরক্ষা পাবেন না, জানালেন অমিত শাহ

English summary
ravi kishans controversial comment on the citizenship bill
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X