For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অযোধ্যা থেকে এবার শুরু 'রাম বারাত'-এর যাত্রা ! টানটান উত্তেজনায় প্রস্তুতি একেবারে তুঙ্গে

অযোধ্যা মামলার ঐতিহাসিক রায় প্রকাশ্যে আসবার পরই এবার রামজন্মভূমি ঘিরে বিভিন্ন উৎসবের তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। আগামী ২১ নভেম্বর অযোধ্যা থেকে শুরু হচ্ছে 'রাম বারাত'-এর যাত্রা।

  • |
Google Oneindia Bengali News

অযোধ্যা মামলার ঐতিহাসিক রায় প্রকাশ্যে আসার পরই এবার রাম জন্মভূমিে মন্দির ঘিরে বিভিন্ন উৎসবের তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। আগামী ২১ নভেম্বর অযোধ্যা থেকে শুরু হচ্ছে 'রাম বারাত'-এর যাত্রা। কী হতে চলেছে এই যাত্রা ঘিরে, দেখে নেওয়া যাক একনজরে।

অযোধ্যা থেকে 'রাম বারাত' কোথায় যাবে?

অযোধ্যা থেকে 'রাম বারাত' কোথায় যাবে?

অযোধ্যা থেকে নেপালের জনকপুরের উদ্দেশে রওনা হতে চলেছে বিশ্ব হিন্দু পরিষদের আয়োজিত 'রাম বারাত'। শুধুমাত্র পুরুষরাই এই 'বারাত' বা 'বরযাত্রী'র মিছিলে অংশ নিতে পারবেন।

 দুটি রথের আয়োজন

দুটি রথের আয়োজন

দুটি ভিন্ন রথ নিয়ে শুরু হবে এই 'রাম বারাত' এর যাত্রা। সেখানে রাম, সীতা, লক্ষণের বেশে কয়েকজনকে সাজানোও হবে। আর তাঁদের সঙ্গে নিয়েই নেপালের পথে এগোবে গেরুয়া শিবির।

 কতজন থাকছেন এই যাত্রায়?

কতজন থাকছেন এই যাত্রায়?

প্রায় ২০০ জন পুরুষ বিশ্ব হিন্দু পরিষদের এই 'রাম বারাত' এ অংশ নেবেন। বেশ কয়েকটি বাস, ২৪ টি চারচাকা সম্পন্ন গাড়ি নিয়ে শুরু হবে এই 'রাম বারাত'। চলার পথে, গাজিপুর, পাটনা, সীতামারহি হয়ে নেপালে প্রবেশ করবে এই মিছিল।

কেন নেপালের জনকপুরে যাওয়া হচ্ছে 'রাম বারাত' নিয়ে?

কেন নেপালের জনকপুরে যাওয়া হচ্ছে 'রাম বারাত' নিয়ে?

'রাম বারাত' মূলত রওনা হচ্ছে অযোধ্যা থেকে। এর কারণ, আগামী ১ ডিসেম্বর রামের বিবাহ আয়োজিত করতে চলেছে বিশ্ব হিন্দু পরিষদ। সেজন্যই রাম জন্মভূমি অযোধ্যা থেকে রওনা হচ্ছে 'বরযাত্রী'। মিছিল গিয়ে পৌঁছবে নেপালের জনকপুরে। যেখানে সীতা অধিষ্ঠান করেন বলে মনে করা হয়। সেখানেই আগামী ১ ডিসেম্বর পালিত হবে এই বিবাহ বাসর। এই বিয়ের আয়োজন উপলক্ষ্যে নেপালের রাজবংশের সদস্যদের আমন্ত্রণ করা হয়েছে। আমন্ত্রিত রয়েছেন নেপালের প্রধানমন্ত্রী। আমন্ত্রিতের তালিকায় রয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

English summary
Ram Baraat to start from Ayodhya to Nepal on 21 November .
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X