For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পাইলট সরতেই পছন্দের বিধায়কদের নিয়ে মন্ত্রিসভা সাজিয়ে ফেললেন গেহলট, শপথ বৃহস্পতিবার

পাইলট সরতেই পছন্দের বিধায়কদের নিয়ে মন্ত্রিসভা সাজিয়ে ফেললেন গেহলট, শপথ বৃহস্পতিবার

Google Oneindia Bengali News

মতবিরোধ প্রথম থেকেই ছিল। দিন যত এগোচ্ছিত তত বিরোধ প্রকট হচ্ছিল। শেষে দল থেকে বাদ পড়তে হল সচিন পাইলটকেই। পথ সুগম হল অশোকের। তাই সময় নষ্ট না করেই সোজা রাজ্যপাল কলরাজ মিশ্রর কাছে গিয়ে নতুন মন্ত্রিসভার তালিকা দিয়ে এলেন মুখ্যমন্ত্রী গেহলট। বৃহস্পতিবারেই শপথ নেবেন নতুন মন্ত্রীরা।

বহিষ্কৃত সচিন পাইলট

বহিষ্কৃত সচিন পাইলট

দলের সঙ্গে চরম মতবিরোধের জেরে রাজস্থানের উপমুখ্যমন্ত্রীর পদ থেকে বহিস্কার করা হয় কংগ্রেসের দাপুটে নেতা সচিন পাইলটকে। তাঁর বিরুদ্ধে বিজেপির সঙ্গে যোগাযোগ রেখে অশোকের সরকার পতনের ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে। সচিনকে প্রদেশ কংগ্রেস সভাপতির পদ থেকেও সরানো হয়েছে।

ক্ষুব্ধ সচিন

ক্ষুব্ধ সচিন

কংগ্রেসের হাইকমান্ডের সিদ্ধান্ত শোনার পর সচিন পাইলট টুইট করে লিখেছেন সত্যকে কখনও পরাজিত করা যায় না। গত তিন দিন ধরে প্রবল বিরোধ তৈরি হয়েছিল সচিনের সঙ্গে দলের। দলের কাছে নিজের তিনটি দাবি রেখেছিলেন সচিন পাইলট কিন্তু তাতে রাজি হয়নি কংগ্রেস হাইকমান্ড।

অশোকের পথ সুগম হল

অশোকের পথ সুগম হল

সচিন পাইলটের অপসারণের পরেই সোজা রাজ্যপাল কলরাজ মিশ্রার সঙ্গে দেখা করতে যান মুখ্যমন্ত্রী অশোক গেহলট। সেখানে নতুন ১০৪ জন বিধায়কের তালিকা দিয়ে আসেছেন। নতুন করে মন্ত্রিসভা সাজিয়ে ফেলেছেন তিনি। সময় নষ্ট না করে বৃহস্পতিবারই তাঁদের শপথ নেওয়াবেন বলে জানিয়েছেন।

আস্থা ভোট চাইবে বিজেপি

আস্থা ভোট চাইবে বিজেপি

এদিকে ফের আস্থা ভোট দাবি করে রাজ্যপালের কাছে আবেদন জানাতে চলেছে রাজস্থান বিজেপি। এমনই খবর পাওয়া গিয়েছে। তবে সেই তথ্য এখনও সুনিশ্চিত করা হয়নি বিজেপির পক্ষ থেকে। তবে খুব একটা সুবিধে জনক অবস্থানে যে গেহলট সরকার নেই সেটা স্পষ্ট হয়ে গিয়েছে।

পরবর্তী গন্তব্য পদ্ম স্মরণে! 'সংখ্যাহীন' সচিন পাইলটকে দলে নেওয়া নিয়ে কী মত বিজেপির?পরবর্তী গন্তব্য পদ্ম স্মরণে! 'সংখ্যাহীন' সচিন পাইলটকে দলে নেওয়া নিয়ে কী মত বিজেপির?

English summary
Rajasthan CM Ashoke gehlot submit 104 MLAs name to governor oath on Thrusday
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X