রেল বাজেট ২০১৫: যাত্রীভাড়া বাড়ছে না, পরিষেবা ও যাত্রী স্বাচ্ছন্দের দিকেই জোর প্রভুর
নয়াদিল্লি, ২৬ ফেব্রুয়ারি : আর কিছুক্ষণের মধ্যেই পূর্ণাঙ্গ রেল বাজেট পেশ করতে চলেছে মোদী সরকার। প্রথমবার রেল বাজেট পেশ করবেন রেলমন্ত্রী সুরেশ প্রভু। বেলা ১২ টা থেকে বাজেট পড়া শুরু করবেন রেলমন্ত্রী। রেলের পরিকাঠামো উন্নয়ন ও আয়বৃদ্ধির দিকেই বিশেষ নজর দিতে চলেছেন সুরেশ প্রভু। মানুষের প্রত্যাশা এই বাজেট মেটাতে পারে কি না তার উত্তর মিলবে দুপুর ১২ টার পরেই।
আরও পড়ুন : #RailBudget2016 : যাত্রী স্বাচ্ছ্বন্দ্য ও সুরক্ষায় জোর, ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডর শেষ করার অঙ্গীকার
রেল বাজেট ২০১৫ : সুরেশ প্রভুর সম্ভাব্য রেল বাজেট
সংখ্যাতত্ত্বের বিচারে ভারতীয় রেলের হিসাব

রেল বাজেটের লাইভ আপডেট দেখুন এখানেট
দুপুর ১ টা ২২ মিনিট : নতুন রেল ও প্রকল্প ছাড়াই হল এবারের রেল বাজেট।
দুপুর ১ টা ২১ মিনিট : রেল লাইন বৃদ্ধির জন্য জমি অধিগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। জমির ডিজিটাল ম্যাপ তৈরি করার প্রস্তাবনা।
দুপুর ১ টা ২০ মিনিট : কোস্টাল কানেকটিভিটি প্রকল্প ঘোষণা করব। এর জন্য ২০০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
দুপুর ১ টা ২১ মিনিট : পরিবেশ বান্ধব রেল পরিষেবা গড়ে তোলাই লক্ষ্য।
দুপুর ১ টা ১৭ মিনিট : আগামী ২ মাসের মধ্যে সিস্টেম অডিটের আশ্বাস।
দুপুর ১ টা ১৬ মিনিট : বিকেন্দ্রীকরণ, অনিয়ন্ত্রণ, প্রতিনিধি ব্যবস্থার মাধ্যমে পণ্যপরিবহণ সহজ করার আশ্বাস।
দুপুর ১টা ১৫ মিনিট : টেকনোলজি উন্নতিকরণের জন্য কায়াকল্প তৈরি করা হবে।
দুপুর ১টা ১১ মিনিট : প্ল্যান সাইজ ৫২%, জিইবি ৪১.৬%, ইন্টারনাল জেনেরেশন ১৭.৮% বৃদ্ধি পাচ্ছে।
দুপুর ১ টা ১০ মিনিট : রেলের কোচে অগ্নিকাণ্ডের ঘটনা এড়াতে 'ট্রেন প্রোটকশন ওয়ার্নিং সিস্টেম'এবং 'ট্রেন কোয়ালিশন ওয়ার্নিং সিস্টেম' চালু করা হবে।
দুপুর ১ টা ৯ মিনিট : অসংরক্ষিত লেবেল ক্রসিংয়ে অ্যালার্ম বাজার ব্যবস্থা।
দুপুর ১২ টা ৫৮ মিনিট : উত্তর-পূর্বের রাজ্যগুলিতে বাড়ছে ট্রেন সংখ্যা।
দুপুর ১২ টা ৫৭ মিনিট : দিল্লি-কলকাতা, দিল্লি-মুম্বই সহ ৯টি রুটে ২০০ কিলোমিটার বেগে হাইস্পিড ট্রেন চালানোর প্রস্তাবনা।
দুপুর ১২ টা ৫৪ মিনিট : ৬৫০০ কোটি টাকার বিনিয়োগ করে রেল ৩৪৪৮ লেবেল ক্রসিংয়ের বদলে ওভারব্রিজ বাড়ানোর ব্যবস্থা করা হয়েছে।
দুপুর ১২ টা ৫২ মিনিট : বড় শহরগুলির ১০টি নির্বাচিত রেল স্টেশন স্যাটেলাইট রেলওয়ে টার্মিনাল করা হবে।
দুপুর ১২ টা ৫১ মিনিট : ৪০০ টি স্টেশনে ওয়াইফাই চালুর প্রস্তাব। ২০০০ ট্রেনে ডিজিটাল ডিসপ্লে ব্যবস্থা। দুরপাল্লার কিছু ট্রেনে মহিলাদের কামরায় সিসিটিভি লাগানোর ব্যবস্থা করা হবে।
দুপুর ১২ টা ৫০ মিনিট : ব্যাঙ্ক আর পেনশন ফান্ডগুলি বিনিয়োগে উৎসাহী।
দুপুর ১২ টা ৪৮ মিনিট : গুরুত্বপূর্ণ রেল স্টেশনগুলিতে লিফট এবং চলন্ত সিঁড়ির জন্য ১২০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
দুপুর ১২ টা ৪৬ মিনিট : রেলের কোচের আভ্যন্তরীন সজ্জা এবং উন্নত বিছানা বা বেড রোলের জন্য এনআইএফটি ও এনআইডির সঙ্গে যৌথভাবে কাজ করা হবে।
দুপুর ১২ টা ৪৪ মিনিট : যাত্রী সুবিধার জন্য তহবিলে আরও ৬৭ শতাংশ বরাদ্দ করা হবে।
দুপুর ১২ টা ৪০ মিনিট : এসএমএস, ইন্টারনেটের মধ্য দিয়ে ডিজিটাল প্রচার অভিযান চালু করা হবে।
দুপুর ১২ টা ৩৮ মিনিট : অতিরিক্ত চাহিদা রয়েছে এমন ট্রেনে ২৬টি কোচের ব্যবস্থা করা হবে।
দুপুর ১২ টা ৩৭ মিনিট : চার মাস আগে পাওয়া যাবে রেলের বুকিং।
দুপুর ১২ টা ৩৫ মিনিট : টিকিট কাটার সঙ্গে খাবার বুকিং করার ব্যবস্থাও করা হবে।
দুপুর ১২ টা ৩৪ মিনিট : গর্ভবতী মহিলারা এবং প্রবীন নাগরিককা যাতে লোয়ার বার্থ পেতে পারেন তার ব্যবস্থা করা হবে।
দুপুর ১২ টা ৩৩ মিনিট : রেলে এসএমএস ব্যবস্থা চালু করা হবে, যাতে এসএমএস-এর মাধ্যমে ট্রেনের রানিং অবস্থান জানা যায়। ট্রেন চলাকালীন সমস্ত তথ্য পাওয়াও যাবে। যাত্রী সমস্যার হেল্প লাইন নম্বর ১৩৮ এবং মহিলা নিরাপত্তার হেল্প লাইন নম্বর ১৮২ চালু করা হবে।
দুপুর ১২ টা ২৮ মিনিট : বাড়ছে না যাত্রী ভাড়া।
দুপুর ১২ টা ২৬ মিনিট : যাত্রী স্বাচ্ছন্দ ও পরিচ্ছন্নতা লক্ষ্য। যাত্রী নিরাপত্তাকে বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে। অতিরিক্ত সাড়ে ৬০০ স্টেশনে ১৭ হাজার শৌচাগারের পরিকাঠামো উন্নয়ন করে পরিচ্ছন্নতা বাড়ানোর পদক্ষেপ নেওয়া হয়েছে।
দুপুর ১২ টা ২৫ মিনিট : পাঁচ বছরের জন্য ৮.৫ লক্ষ কোটি টাকার বিনিয়োগের প্রয়োজন। প্রয়োজনে বিদেশি বিনিয়োগ আনতে হবে।
দুপুর ১২ টা ২০ মিনিট : যাত্রী ক্যাপাসিটি ২১ মিলিয়ন থেকে বাড়িয়ে ৩০ মিলিয়ন করতে হবে।
দুপুর ১২ টা ১৯ মিনিট : ডবল লাইনকে ট্রিপল লাইন করতে হবে। পঞ্চবার্ষিকি রেল পরিকল্পনার ব্যবস্থা করবেন। কিন্তু এই পরিবর্তন রাতারাতি করা সম্ভব নয়। তবে এলক্ষ্য নিয়েই এগোতে হবে।
দুপুর ১২ টা ১৮ মিনিট : পণ্য পরিবহন বাড়াতে হবে। খরচ সংকোচ করে আয় বৃদ্ধির চেষ্টা করা হবে। আয় বাড়তে গেলে বিনিয়োগ বাড়াতে হবে।
সকাল ১২ টা ১৬ মিনিট : ভারতীয় রেলওয়ের পুণর্জন্ম ঘটাতে হবে, বললেন রেলমন্ত্রী।
সকাল ১২ টা ১০ মিনিট : রেল বাজেট বক্তৃতা শুরু করলেন রেলমন্ত্রী সুরেশ প্রভু।
সকাল ১১ টা ৪০ মিনিট :
Delhi : Railway Minister Suresh Prabhu at Parliament, will present Rail Budget 2015-16 shortly pic.twitter.com/BMQFiJWUVt
— ANI (@ANI_news) February 26, 2015
সকাল ১১ টা ৩০ মিনিট :
Delhi : Railway Minister Suresh Prabhu leaves for Parliament pic.twitter.com/FFwTkLvhJW
— ANI (@ANI_news) February 26, 2015
সকাল ১১ টা ২০ মিনিট :
Delhi : Railway Minister Suresh Prabhu reaches Rail Bhawan pic.twitter.com/7XyffFWcQS
— ANI (@ANI_news) February 26, 2015
সকাল ১১ টা ১৫ মিনিট :
Railway Minister Suresh Prabhu leaves from his residence, will present Rail Budget 2015-16 later today pic.twitter.com/fxVLoQRmxx
— ANI (@ANI_news) February 26, 2015
সকাল ১১টা ১০ মিনিট : এই রেল বাজেট বড় বড় শিল্পপতি ও সংস্খাগুলিকে লাভবান করবে : সিপিআই
সকাল ১১ টা : বাজেট ভাল হবে, জনমুখী বাজেট হবে, বললেন সুরেশ প্রভু। একইসঙ্গে জানালেন দুরপাল্লার যাত্রীদের জন্য প্রয়োজনীয় কী? খাবার, পরিচ্ছন্নতা তা তাঁর মাথায় আছে বলেও জানিয়েছেন সুরেশ প্রভু।