For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

৪০ শতাংশ মুসলিম ভোট থাকায় ওয়ানাডে রাহুল জিতেছেন! বলছেন আর এক মুসলিম সাংসদই

কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী উত্তর প্রদেশের আমেথিতে হেরেছেন। কিন্তু কেরলের ওয়ানাদ থেকে জিতেছেন। যার কারণ ওয়ানাদের ৪০ শতাংশই সংখ্যালঘু ভোট।

  • |
Google Oneindia Bengali News

কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী উত্তর প্রদেশের আমেথিতে হেরেছেন। কিন্তু কেরলের ওয়ানাদ থেকে জিতেছেন। যার কারণ ওয়ানাডের ৪০ শতাংশই সংখ্যালঘু ভোট। এমনটাই দাবি করলেন এআইএমআইএম সভাপতি আসাদউদ্দিন ওয়াইসি। তাঁর অভিযোগ কংগ্রেস মুসলিমদের ভোটব্যাঙ্ক হিসেবে ব্যবহার করছে, কিন্তু তাদের জন্য কিছুই করছে না। কংগ্রেসের কোনও জোর নেই, কঠিন কাজও করতে পারেনি বলে দাবি করে এই নেতা মোদী বিরোধী জোটের জন্য আঞ্চলিক দলগুলিকে ধন্যবাদ দেন।

 ওয়ানাদে রাহুলের জয়! ভিতরের কারণ জানিয়ে যা দাবি আসাদুদ্দিনের

প্রকাশিত খবর অনুযায়ী, এআইএমআইএম সভাপতি আরও বলেন, যেসব রাজ্যে বিজেপির ফলাফল খারাপ হয়েছে, তা কংগ্রেসের জন্য নয়, আঞ্চলিক দল এবং ধর্মীয় গোষ্ঠীগুলিও এই কাজে সাহায্য করেছে বলে দাবি করেন তিনি।

ওয়াইসি বলেন, ১৯৪৭-এর ১৫ অগাস্ট ভারত ভাগের পর মনে হয়েছিল একটা নতুন ভারত। কেননা তা ছিল আজাদ, গান্ধী, নেহরু এবং আম্বেদকরের ভারত। তাঁদের কোটি কোটি অনুগামীও ছিলেন।

তিনি বলেন, কংগ্রেস পঞ্জাবে জয়ী হয়েছে, শিখ ভোটের কারণে। কংগ্রেস কিংবা অন্য ধর্ম নিরপেক্ষ দলকে মানুষ ছেড়ে যেতে চায় না। কিন্তু কোথায় তাদের শক্তি, প্রশ্ন করেন এই নেতা। এই জায়গায় তিনি পঞ্জাবে বিজেপির হারার প্রসঙ্গ টানেন। প্রশ্ন করেন কারা সেখানে রয়েছে। কংগ্রেস সভাপতির আমেথি থেকে হারার প্রসঙ্গও টানেন ওয়াইসি। ওয়ানাডে জয়ের ব্যাপারে ৪০ শতাংশ মুসলিম ভোট সাহায্য করেছে বলে দাবি করেন তিনি।

প্রসঙ্গত একসময়ে কংগ্রেসের গড় বলে পরিচিত আমেথি থেকে বিজেপির স্মৃতি ইরানির কাছে পরাজিত হয়েছেন রাহুল গান্ধী। কিন্তু কেরলেন ওয়ানাডে বাম প্রার্থীকে ৪.৩১,০৬৩ ভোটি হারিয়ে জয়ী হয়েছেন তিনি।

English summary
Rahul Gandhi won in Wayanad due to 40% muslim vote, claims aimim Asaduddin Owaisi
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X