For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপির রূপ দ্বিচারী!একদিকে 'মেক ইন ইন্ডিয়া'র প্রচার অন্যদিকে চিন থেকে আমদানি,মোদীকে আক্রমণ রাহুলের

দেশে চিনা পণ্য বয়কটের দাবি তোলা হয়েছে। কেন্দ্রীয় সরকার চিনের বহু অ্যাপ নিষিদ্ধ করেছে। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী মোদীর মেত ইন ইন্ডিয়াকে আক্রমণ করলেন প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী।

  • |
Google Oneindia Bengali News

দেশে চিনা পণ্য বয়কটের দাবি তোলা হয়েছে। কেন্দ্রীয় সরকার চিনের বহু অ্যাপ নিষিদ্ধ করেছে। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী মোদীর মেত ইন ইন্ডিয়াকে আক্রমণ করলেন প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। তাঁর অভিযোগ ২০১৪ সালের পর থেকে চিন থেকে আমদানি বৃদ্ধি পেয়েছে।

দু'দিন দেওয়া হয়েছে পরিযায়ীদের তথ্য! নির্মলাকে 'মিথ্যাবাদী' বলে, ক্ষমা চাওয়ার দাবি মমতার অর্থমন্ত্রীরদু'দিন দেওয়া হয়েছে পরিযায়ীদের তথ্য! নির্মলাকে 'মিথ্যাবাদী' বলে, ক্ষমা চাওয়ার দাবি মমতার অর্থমন্ত্রীর

তথ্য মিথ্যা বলে না

তথ্য মিথ্যা বলে না

রাহুল গান্ধী বিজেপিকে আক্রমণ করতে গিয়ে বলেছেন, তথ্য মিথ্যা বলে না। বিজেপি বলছে, মেক ইন ইন্ডিয়া কিন্তু চিন থেকে পণ্য কিনছে।

বৃদ্ধি পেয়েছে আমদানি

বৃদ্ধি পেয়েছে আমদানি

টুইটারে রাহুল দেখিয়েছেন, কীভাবে ইউপিএ আমল থেকে এনডিএ আমলে চিন থেকে আমদানি বৃদ্ধি পেয়েছে। গ্রাফিক্সে রাহুল দেখিয়েছেন, ২০০৮ থেকে ২০১৪ চিন থেকে আমদানি যেখানে ১৪ শতাংশের নিচে ছিল, সেখানে এনডিএ শাসনের আমদানি বেড়ে হয়েছে ১৮ শতাংশের মতো।

মোদী জমানায় ধাপে ধাপে বেড়েছ আমদানি

মোদী জমানায় ধাপে ধাপে বেড়েছ আমদানি

মোদী জমানায় ভারতের চিনের পণ্যের আমদানি ধাপে ধাপে বেড়েছে। ২০১৫-তে ১৩ শতাংশ থেকে বেড়ে হয় ১৪ শতাংশ। এরপর ২০১৬-তে ১৬ শতাংশ, ২০১৭-তে ১৭ শতাংশ, ২০১৮-তে ১৮ শতাংশ। রাহুল গান্ধী দেখিয়েছেন গ্রাফিক্স-এ।

English summary
Rahul Gandhi questions Modi as he alleged imports from China has been increased after 2014
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X