For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারত আজ এক মহান সন্তানকে হারাল, বাজপেয়ীর প্রয়াণে শোক প্রকাশ রাহুল গান্ধীর

কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর প্রয়াণে শোক প্রকাশ করেছেন। তিনি বলেছেন ভারত আজ এক মহান সন্তানকে হারাল।

Google Oneindia Bengali News

প্রাক্তন প্রদানমন্ত্রী তথা বর্ষীয়ান বিজেপি নেতা অটল বিহারী বাজপেয়ীর প্রয়াণে শোক প্রকাশ করলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। তিনি বলেন 'ভারত আজ এক মহান সন্তানকে হারাল। কোটি কোটি মানুষ তাঁকে ভালবাসত, শ্রদ্ধা করত।' বাজপেয়ীর অভাব বোধ করবেন জানিয়েছেন রাহুল। বৃহস্পতিবার বিকেল ৫টা বেজে ৫ মিনিটে শেষ নিঃস্ভাস ত্যাগ করেন বাজপেয়ী।

ভারত আজ এক মহান সন্তানকে হারাল, বাজপেয়ীর প্রয়াণে শোক প্রকাশ রাহুল গান্ধীর

এদিন দুপুরে বাজপেয়ীর অবস্থা সঙ্কটজনক জেনে নয়াদিল্লির এইমস হাসপাতালে গিয়েছিলেন রাহুল। বুধবার রাত থেকেই প্রাক্তন প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থার অবনতি হয়েছিল। হাসপাতাল থেকে জানানো হয়েছিল তাঁর অবস্থা সঙ্কটজনক। তাঁকে জীবনদায়ী ব্যবস্থার সাহায্য় দেওয়া হয়েছিল।

[আরও পড়ুন:বাজপেয়ী মহান রাষ্ট্রনেতা! তাঁর মৃত্যু দেশের বড় ক্ষতি, বললেন মমতা ][আরও পড়ুন:বাজপেয়ী মহান রাষ্ট্রনেতা! তাঁর মৃত্যু দেশের বড় ক্ষতি, বললেন মমতা ]

গত ১১ জুন তারিখে কিডনি, বুক ও মূত্রনালীর সমস্যা নিয়ে দিল্লির এইমস হাসপাতালে ভর্তি হয়েছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী বাজপেয়ী। তারপর প্রথম রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে হাসপাতালে বাজপেয়ীকে দেখতে হাজির হয়েছিলেন রাহুলই। এইমসেই এতদিন বাজপেয়ীর চিকিৎসা চলেছে। তাঁর ডায়াবেটিসের সমস্যা ছিল। একটি কিডনিও নষ্ট হয়ে গিয়েছিল। ২০০৯-এ হৃদরোগে আক্রান্ত হওয়ার পর থেকেই তিনি ডিমেনশিয়ার আক্রান্ত হয়েছিলেন।

[আরও পড়ুন:অটল বিহারী বাজপেয়ীর প্রয়াণের প্রতিক্রিয়ায় আবেগমথিত নরেন্দ্র মোদী ][আরও পড়ুন:অটল বিহারী বাজপেয়ীর প্রয়াণের প্রতিক্রিয়ায় আবেগমথিত নরেন্দ্র মোদী ]

English summary
Congress President Rahul Gandhi mourns ex-Prime Minister Atal Bihari Vajpayee's death. He said that, 'Today India lost a great son.'
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X