For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিরোধী ঐক্যে কি তাল কাটছে, তৃণমূল-আপ-বিএসপিকে ছাড়াই যন্তরমন্তরে রাহুল

বিরোধী ঐক্যে কি তাল কাটছে, তৃণমূল-আপ-বিএসপিকে ছাড়াই যন্তরমন্তরে রাহুল

Google Oneindia Bengali News

বিরোধী ঐক্যে কী ফাটল ধরতে শুরু করেছে। কারণ আবারও সেই রাহুল গান্ধীর নেতৃত্বে বিরোধীদের জোট। গত কয়েক দিনে বিরোধী দলের নেতাদের নিয়ে একাধিক বৈঠক করেছিলেন রাহুল গান্ধী।তার অনেক বৈঠকেই দেখা যায়নি তৃণমূল কংগ্রেস। শুক্রবার রাহুল গান্ধীর নেতৃত্বে বিরোধীরা গিয়েছিলেন যন্তরমন্তরে বিক্ষোভরত কৃষকদের সমর্থন জানাতে। সেই প্রতিনিধি দলে ছিল না তৃণমূল কংগ্রেস, আপ এবং বিএসপি বা বহুজন সমাজ পার্টি।

বিরোধী ঐক্য

বিরোধী ঐক্য

২০২১-এর বিধানসভা ভোটে বাংলার জয়ের পরেই বিরোধী ঐক্য নিয়েতোরজোর শুরু হয়। তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেশি উদ্যোগী হয়েছিলেন বিরোধী ঐক্য নিেয়। সেকারণে প্রায় ২ বছর পর দিল্লিতে যান তিনি। সেখানে একাধিক বিরোধী দলের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন মমতা। অরবিন্দ কেজরিওয়াল, কানি মোঝি থেকে সোনিয়া গান্ধী সকলের সঙ্গে বৈঠক করেছেন মমতা। ২০২৪-র লোকসভা ভোটে বিজেপিকে হারাতে বিরোধী ঐক্য গড়ে তোলার ডাক দিয়েছেন তিনি। মমতার সফরের আগে দিল্লিতে গিয়ে সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে বৈঠক করেন প্রশান্ত কিশোর। তারপরেই দিল্লি যাওয়ার কথা ঘোষণা করেন মমতা। প্রসঙ্গত উল্লেখ্য প্রশান্ত কিশোরের কৌশলী পথ নির্দেশেই পশ্চিমবঙ্গে বিজেপিকে হারাতে পেরেছেন মমতা। ২০২৪-র ভোট পর্যন্ত প্রশান্ত কিশোরই থাকছেন তৃণমূল কংগ্রেসের চাণক্য।

যন্তরমন্তরে রাহুল

যন্তরমন্তরে রাহুল

শুক্রবার দুপুরে দিল্লির যন্তরমন্তরে বিক্ষোভরত কৃষকদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। রাহুলের সঙ্গে ছিলেন একাধিক বিরোধী দলের নেতা। মল্লিকার্জুন খাড়গে, অম্বিকা সোনি, গৌরব গগৈ। শিবসেনার সঞ্জয় রাউত,আরজেডির মনোজ ঝাঁ, ডিএমকের টি শিবা সহ একাধিক বিরোধী রাজনৈতিক দলের নেতারা। সেখানে গিয়ে তাঁরা কৃষক নেচাদের পাশে দাঁড়িয়ে স্লোগান দিয়েছেন। কালা কানুন বনধ করো, পেগাসাস কা জাচকরো। এই দুটি দাবিতে সরব হয়েছিলেন তাঁরা। সসংদ অধিবেশনের প্রথম দিন থেকেই নয়া কৃষি আইন বাতিলের দাবিতে সরব হয়েছিলেন কৃষকরা। তাঁরা সংসদের সামনে বিক্ষোভ আন্দোলন শুরু করেছিলেন। কৃষি আইন প্রত্যাহারের দাবিতে একদিন ট্রাক্টর চালিয়ে সংসদে এসেছিলেন রাহুল গান্ধী। একাধিক কংগ্রেস নেতাকে সেদিন গ্রেফতার করা হয়েছিল। ১৪৪ ধারা ভেঙে সংসদ ভবনের সামনে বিক্ষোভ দেখিয়েছিলেন তাঁরা।

অনুপস্থিত তৃণমূল, আপ, বিএসপি

অনুপস্থিত তৃণমূল, আপ, বিএসপি

রাহুল গান্ধীর নেতৃত্বে এই কর্মসূচিতে দেখা যায়নি তৃণমূল কংগ্রেস, আপ এবং বিএসপিকে। তৃণমূল কংগ্রেস নেত্রী একদিকে যখন বিরোধী ঐক্যের কথা বলছেন অন্যদিকে তখন তাঁর দলেই অংশ নিচ্ছেন না কংগ্রেসের সঙ্গে এই সব কর্মকাণ্ডে। এর আগেও পেগাসাস ইস্যুতে রাহুল গান্ধীর নেতৃত্বে বিরোধীদের বৈঠকে যোগ দেয়নি তৃণমূল কংগ্রেস। তারপরেই সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই নিয়ে জোর সমালোচনা শুরু হয়েছিল। পরে অবশ্য আজকের বৈঠকে দেখা িগয়েছে তৃণমূল কংগ্রেসকে। বিরোধী ঐক্যের ক্ষেত্রে নেতৃত্ব কে দেবে এই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্য এই নিয়ে কোনও কথা বলতে চাননি। তিনি জানিয়েছেন নেতৃত্ব বড় কথা নয় একজোট হয়ে কাজ করাই বড় কথা। এদিকে আবার পাঞ্জাবের ভোট এগিয়ে আসছে। সেখানে আপ এবং বিএসপি দুজনেই কংগ্রেসের প্রতিপক্ষ।

ত্রিপুরা নিয়ে উদ্বেগে কংগ্রেস

ত্রিপুরা নিয়ে উদ্বেগে কংগ্রেস

ত্রিপুরা নিয়ে একটু বেশিই তৎপর হয়ে উঠেছে তৃণমূল কংগ্রেস। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সফরের পর ত্রিপুরায় তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা নতুন করে উজ্জীবিত হয়ে উঠেছেন। আগরতলায় সাংবাদিক বৈঠক করে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিপ্লব দেবকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেছেন ৩ বছর পর ত্রিপুরা দখল করবে তৃণমূল কংগ্রেস। তারপরেই নড়েচড়ে বসেছে কংগ্রেস। দিল্লি থেকে তড়ি ঘড়ি লোক পাঠানো হয়েছে। সেখানে দুই দফায় ব্লক সভাপতি স্তরের সদস্যদের সঙ্গে বৈঠক করেছেন তাঁরা। কংগ্রেসে যাতে ভাঙন না ধরে সেদিকে মরিয়া চেষ্টা চালাতে শুরু করেছে কংগ্রেস হাইকমান্ড। প্রসঙ্গত উল্লেখ্য একুশের বিধানসভা ভোটে বাংলা থেকে একটি আসনও জিততে পারেনি কংগ্রেস। যাকে বলে ধুয়ে মুছে সাফ হয়ে গিয়েছে কংগ্রেস। ত্রিপুরাতেও যাতে সেই ঘটনা না ঘটে তা নিয়ে তৎপর হয়েছেন তাঁরা।

English summary
Rahul Gandhi meet Farmers at Jantar Mantar but TMC, BSP, AAP not present their
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X