For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আমূল পরিবর্তন স্বাস্থ্যবিমার নিয়মাবলীতে, কতটা সুবিধা হবে আম-আদমির? বাড়ছে কী প্রিমিয়ামের পরিমাণ?

১লা অক্টোবর থেকেই বড়সড় পরিবর্তন স্বাস্থ্যবিমার নিয়মাবলীতে

  • |
Google Oneindia Bengali News

এবার আমূল পরিবর্তন হতে চলেছে স্বাস্থ্যবিমার নিয়মাবলীতেও। সূত্রের খবর, আগামী ১ লা অক্টোবর থেকেই স্বাস্থ্যবিমার একাধিক ক্ষেত্রেই লাঘু হতে চলেছে নতুন নিয়ম। বীমার সামগ্রিক মেয়াদ, বীমা পাওয়ার সময়কালের ক্ষেত্রেও বেশ কিছু বড়সড় পরিবর্তন আসছে বলে জানা যাচ্ছে। এই নতুন নিয়ম বলে স্বাস্থ্য বীমার কভারেজও আরও বিস্তৃত হবে হবে বলে খবর।

আমূল পরিবর্তন স্বাস্থ্যবিমার নিয়মাবলীতে, কতটা সুবিধা হবে আম-আদমির? বাড়ছে কী প্রিমিয়ামের পরিমাণ?

সূত্রের খবর, নয়া নিয়মের কারণে আরও অনেক নতুন রোগই এরপর থেকে বীমা নীতিমালার আওতায় আসছে। এখন থেকে মানসিক অসুস্থতা, জিনগত রোগও স্বাস্থ্যবিমার আওতায় বিশেষজ্ঞদের ধারণা এর ফলে সাধারণ মানুষের বিমার খরচও প্রায় ৫ থেকে ২০ শতাংশ পর্যন্ত বাড়বে। পাশাপাশি নিউরো ডিসঅর্ডার, ওরাল কেমোথেরাপি, রোবোটিক সার্জারি, স্টেম সেল থেরাপির মতো একাধিক জটিল অস্ত্রোপাচারও বিমা তালিকায় অন্তর্ভুক্ত হতে পারে।এদিকে করোনাকে হাতিয়ার করে স্বাস্থ্যবিমার প্রিমিয়ামের পরিমাণ গত কয়েক মাসে অনেকটাই বাড়াতে দেখা গেছে একাধিক কোম্পানিকে। যা অনেক ক্ষেত্রেই সাধারণ মানুষের ধরাছোঁয়ার বাইরে। যার জেরে মাথায় হাত বয়ষ্কদের।

এদিকে বেশির ভাগ ক্ষেত্রে বয়সকালের সর্বাধিক চিকিৎসার প্রয়োজন হয় মানুষের। আর তখনই বড়সড় অস্ত্রোপচার হলে সাধারণ মানুষের প্রয়োজন হয় স্বাস্থ্যবিমার। কিন্তু গত কয়েক মাসে এই প্রিমিয়াম রেট অনেকটাই বড়ায় একাধিক সংস্থা। কিন্তু তারপরেই সরকারের তরফে একাধিকবার এই পুর্নবিবেচনা করারও আর্জি জানানো হয় বলে জানা যাচ্ছে। ওয়াকিবহাল মহলের ধারণা নতুন নিয়ম বলে অসুস্থ অবস্থায় হাসাপাতালের খরচ, ওষুধ, আইসিইউ সহ আনুষাঙ্গিত অন্যান্য খরচ কমলেও বার্ষিক প্রমিয়াম রেটে অনেকটাই বেকাদায় পড়তে পারেন আম-আদমি।

প্রহর গুণছে অযোধ্যা, বুধবারেই ঐতিহাসিক বাবরি মসজিদ মামলার রায় ঘোষণাপ্রহর গুণছে অযোধ্যা, বুধবারেই ঐতিহাসিক বাবরি মসজিদ মামলার রায় ঘোষণা

English summary
Big changes are coming in the rules of health insurance from October 1, find out what benefits will be available
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X