For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

‌লকডাউনে আর্থিক সহায়তা চেয়ে কেন্দ্র–রাজ্যকে চিঠি বেসরকারি বাস পরিচালকদের

‌লকডাউনে আর্থিক সহায়তা চেয়ে কেন্দ্র–রাজ্যকে চিঠি বেসরকারি বাস পরিচালকদের

Google Oneindia Bengali News

লকডাউনের জন্য গোটা দেশ অচল হয়ে পড়ে রয়েছে। করোনা সংক্রমণের প্রকোপ কমাতে দেশজুড়ে চলছে দ্বিতীয় দফার লকডাউন। বন্ধ ট্রেন, বাস, বিমান পরিষেবা। শুক্রবার পশ্চিমবঙ্গের বেসরকারি বাস পরিচালকেরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়ে জানিয়েছে যে দেশব্যাপী লকডাউন হওয়ার কারণে যাত্রী পরিবহন শিল্পকে আর্থিক ক্ষতির হাত থেকে বাঁচাতে তাদের জরুরি ত্রাণ দিয়ে সহায়তা করা হোক।

‌লকডাউনে আর্থিক সহায়তা চেয়ে কেন্দ্র–রাজ্যকে চিঠি বেসরকারি বাস পরিচালকদের


তাদের দাবি, এই লকডাউনের কারণে আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন বাস মালিক ও বাসের অন্য কর্মীরা। পশ্চিমবঙ্গের বাস–মিনিবাস সমন্বয় সমিতি কেন্দ্র ও রাজ্য সরকারকে চিঠি লিখে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত প্রত্যেক বাস মালিককে ২ লক্ষ করে অনুগ্রহ হিসাবে ত্রাণ দেওয়ার আর্জি জানিয়েছে। এই সমিতির সাধারণ সম্পাদক রাহুল চ্যাটার্জি জানিয়েছেন, এই অর্থটি এই ইন্ডাস্ট্রিকে বুড়িয়ে যাওয়ার হাত থেকে বাঁচাবে এবং চালক, কনডাক্টর ও ক্লিনারের মতো পরিবহন কর্মীদের আর্থিক সহায়তা করবে এই সময়।

এই চিঠিতে পরিচালন সমিতি এও দাবি জানিয়েছে যে সব ধরনের ইএমআই ও সুদ ছ’‌মাসের জন্য স্থগিত রাখা হোক ও পরিস্থিতি স্বাভাবিক হওয়ার ছয় মাস পরে ঋণের পরিমাণ পুনর্গঠন শুরু করা হোক। চিঠিতে এও দাবি ছিল যে বীমার মেয়াদ শেষ হওয়ার তারিখ থেকে শুরু করে ছয় মাস বাড়ানো উচিত। এর আগে আর্থিক সহায়তা চেয়ে রাজ্য সরকারের দ্বারস্থ হয়েছিলেন পান চাষিরা।

English summary
Claiming that both the bus owners and their staff are in similar financial distress owing to the lockdown, the West Bengal Bus-Minibus Samannay Samity wrote to the Centre and the state government seeking an ex gratia relief of Rs 2 lakh per bus following normalisation of the situation.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X