For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নতুন মাধ্যমে পাকিস্তান থেকে অস্ত্র সরবরাহ! পুলিশের তৎপরতায় গ্রেফতার ৪ জঙ্গি, উদ্ধার প্রচুর অস্ত্র

পঞ্জাবে জঙ্গি কার্যকলাপ শুরু করার বড় চেষ্টা বানচাল করল সেখানকার পুলিশ। নিষিদ্ধ জঙ্গি সংগঠন খালিস্তান জিন্দাবাদ ফোর্স সেখানে জঙ্গি কার্যকলাপ শুরু করার চেষ্টায় ছিল।

  • |
Google Oneindia Bengali News

পঞ্জাবে জঙ্গি কার্যকলাপ শুরু করার বড় চেষ্টা বানচাল করল সেখানকার পুলিশ। নিষিদ্ধ জঙ্গি সংগঠন খালিস্তান জিন্দাবাদ ফোর্স সেখানে জঙ্গি কার্যকলাপ শুরু করার চেষ্টায় ছিল। পঞ্জাব ছাড়াও পার্শ্ববর্তী রাজ্যে জঙ্গি কার্যকলাপের ছক ছিল বলে জানা গিয়েছে। রাজ্য পুলিশের তৎপরতায় তরণতারাণ থেকে ৪ জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার হয়েছে প্রচুর অস্ত্র। যার মধ্যে রয়েছে একাধিক একে ৪৭ রাইফেল, পিস্তল, স্যাটেলাইট ফোন , হ্যান্ড গ্রেনেড।

নতুন মাধ্যমে পাকিস্তান থেকে অস্ত্র সরবরাহ! পুলিশের তৎপরতায় গ্রেফতার ৪ জঙ্গি, উদ্ধার প্রচুর অস্ত্র

রাজ্যের পুলিশ আধিকারিকদের অনুমান, সীমান্ত এলাকায় ড্রোনের মাধ্যমে অস্ত্রগুলি পাঠানো হয়েছিল। আইএসআই এবং খালিস্তানপন্থীরা এই অস্ত্র পাঠাতে সাহায্য করেছে বলেও অভিযোগ করেছেন রাজ্য পুলিশের কর্তারা।

রাজ্য পুলিশের ডিজি দীপক গুপ্তা জানিয়েছেন, পঞ্জাব ছাড়াও জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসবাদী কার্যকলাপের ছক ছিল।

পঞ্জাবের রেজিস্ট্রেশন থাকা একটি মারুতি সুইফট গাড়ি আটক করে ৪ জনকে গ্রেফতারের পাশাপাশি অস্ত্র উদ্ধার করা হয়। যে চারজনকে গ্রেফতার করা হয়েছে, তারা হল, বলবন্ত সিং, আকাশদীপ সিং, হরভাজন সিং এবং বলবীর সিং। আকাশদীপ এবং বলবন্তের বিরুদ্ধে পঞ্জাব পুলিশের ফৌজদারি মামলা রয়েছে।

নির্দিষ্ট সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়েছিল পুলিশের সন্ত্রাসবাদ বিরোধী শাখা। যার নেতৃত্বে ছিলেন অ্যাডিশনাল আইজি বলিরাম পাতিল। এই অস্ত্র উদ্ধারের পর ইউএপিএ সহ একাধিক দারায় মামলা দায়ের করা হয়েছে।

এদিকে এই ঘটনার তদন্তভার এনআইএ-র হাতে তুলে দেওয়ার কথা জানিয়েছেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং। পাশাপাশি তিনি ভারতীয় বায়ু সেনা এবং বিএসএফকে অনুরোধ করেছেন, সীমান্ত এলাকায় যাতে সীমান্তের ওপাড় থেকে ড্রোন উড়ে না আসতে পারে তা দেখার জন্য।

English summary
Punjab Police busts terror module Khalistan Zindabad Force by seazed weapons through drones from Pakistan
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X