For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'পাঞ্জাবের মানুষ চুড়ি পরে নেই', পাকিস্তানকে হুঁশিয়ারি ক্যাপ্টেন অমরিন্দর সিংয়ের

অমরিন্দর সিং পাকিস্তানের উদ্দেশ্যে বলেন, "পাকিস্তানের বোঝা উচিত যে ভারতে তাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায়।"

Google Oneindia Bengali News

কাশ্মীরে হস্তক্ষেপ বন্ধ করুক পাকিস্তান। পাশাপাশি পাঞ্জাব থেকেও নিজেদের কুদৃষ্টি দূরে রাখতে পাকিস্তানকে হুঁশিয়ারি দিলেন পাঞ্জাবের কংগ্রেস মুখ্যমন্ত্রী ক্য়াপ্টেন অমরিন্দর সিং। পাশাপাশি অমরিন্দর সিং পাকিস্তানের উদ্দেশ্যে বলেন, "পাকিস্তানের বোঝা উচিত যে ভারতে তাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায়।"

পাকিস্তানকে হুঁশিয়ারি ক্যাপ্টেন অমরিন্দর সিংয়ের

শনিবার কর্তারপুর করিডরোর উদ্বোধন হয়। দুই তরফের দুই প্রধানমন্ত্রী এই ৪.৭ কিলোমিটার রাস্তার উদ্বোধন করেন। ভারতের তরফে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই করিডরের উদ্বোধন করার পরেই ভারতের দিক থেকে ৫৫০ জনের তীর্থযাত্রীদের জাঠা পাকিস্তানের কর্তারপুরের দিকে রওয়ানা দেন। সেই হাই প্রোফাইল জাঠায় প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং ছাড়াও ছিলেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং। জাঠার সঙ্গে পাকিস্তানে যাওয়ার আগেই পাকিস্তানের বিরুদ্ধে এই তোপ দাগেন কংগ্রেস নেতা।

অমরিন্দর সিং পাকিস্তানের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে আরও বলেন, "কাশ্মীরে ওরা (পাকিস্তান) আমাদের সেনাদের হত্যা করছে। আর এখন ওদের নজর পাঞ্জাবের দিকে। আমি এই বিষয় থেকে দূরে থাকতে অনেকবার বলেছি। পাঞ্জাবে এই বিষয়গুলি একদমই বর্দাস্ত করা হবে না। পাকিস্তান কাশ্মীর বা পাঞ্জাব, কোথাওই তাদের এই অসাধু অভিসন্ধিকে কারযকর করতে পারবে না। পাঞ্জাবিরা বীর। তারা হাতে চুড়ি পরে নেই। কোনও রকমের নাশকতা ঘটানোর আগে এই বিষয়টি পাকিস্তানের মাথায় রাখা উচিত।"

এর আগে অমরিন্দর দাবি করেন কর্তারপুর করিডর খোলার পেছনে হাত রয়েছে পাক গুপ্তচর সংস্থা আইএসআই এবং পাক সেনা। শিখ হিসেবে কর্তারপুর করিডর খোলায় তাঁর আনন্দ হয়েছে ঠিকই। কিন্তু এর নেপথ্যে যাঁদের হাত রয়েছে তাঁদের কথা না বলেও থাকতে পারেননি তিনি।

English summary
punjab cm captain amrinder singh bashing pakistan before kartarpur opening
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X