For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রেলের পরীক্ষা নিয়ে বিক্ষোভ, নিয়োগ প্রক্রিয়া পর্যালোচনা করতে বৈঠক ডাকল পিএমও

রেলের পরীক্ষা নিয়ে বিক্ষোভ, নিয়োগ প্রক্রিয়া পর্যালোচনা করতে বৈঠক ডাকল পিএমও

Google Oneindia Bengali News

রেলের রিক্রুটমেন্ট বোর্ডের সাম্প্রতিক পরীক্ষা নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি (‌আরআরবি এনটিপিসি)‌ নিয়ে বর্তমানে উত্তাল হয়ে উঠেছে বিহার ও উত্তরপ্রদেশ। পরীক্ষার প্রক্রিয়া পর্যালোচনা করতে শুক্রবার রেলের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক ডাকে প্রধানমন্ত্রীর কার্যালয়।

কি নিয়ে আলোচনা হবে

কি নিয়ে আলোচনা হবে

সন্ধ্যায় ডাকা সেই বৈঠকে পিএমও আধিকারিকরা পদগুলি পূরণের জন্য রেলের দ্বারা অনুসরণ করা নিয়োগ প্রক্রিয়া নিয়ে আলোচনা করতে পারে। সূত্রের খবর, পিএমও বিশেষভাবে ২০০৪ সালে অনুসৃত নিয়োগ প্রক্রিয়ার উপর ফোকাস করতে চায়। প্রসঙ্গত, আরআরবি এনটিপিসি পরীক্ষার বিরুদ্ধে বিহার ও উত্তরপ্রদেশের একাধিক পড়ুয়া প্রতিবাদে সামিল হন। তাঁদের দাবি, বাছাই পদ্ধতি নিম্ন যোগ্যতার প্রার্থীদের বিরুদ্ধে পক্ষপাতমূলক।

অসঙ্গতি দেখা দিয়েছে নিয়োগ প্রক্রিয়ায়

অসঙ্গতি দেখা দিয়েছে নিয়োগ প্রক্রিয়ায়

জানা গিয়েছে, বিহার সরকার রেলওয়ে নিয়োগ প্রক্রিয়ায় নন-টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি (এনটিপিসি)-এর জন্য দুটি কম্পিউটার-ভিত্তিক পরীক্ষা (সিবিটি) করার সিদ্ধান্ত নিয়েছিল। গ্রুপ ডি-এর সিবিটি ১-এর ফলাফল ১৪ জানুয়ারি প্রকাশিত হয়। সিবিটি ২-এর প্রার্থীদের সংক্ষিপ্ত তালিকাভুক্ত করা হয়েছে। বিক্ষোভকারীরা দাবি করেছিল, নিয়োগের জন্য এই মানদণ্ডটি ২০১৯ সালে রেলওয়ে রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি। সরকার বিজ্ঞপ্তিতে শুধুমাত্র একটি পরীক্ষার কথা উল্লেখ করেছে। ফলে অন্য পরীক্ষায় বসতে বলা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের অন্যায়। ছাত্ররা রেলওয়ে কর্মকর্তাদের বিরুদ্ধে ছাত্রদের ভবিষ্যৎ নিয়ে খেলার অভিযোগ করেছেন।

 উত্তেজনা ছড়ায় বিহার ও উত্তরপ্রদেশে

উত্তেজনা ছড়ায় বিহার ও উত্তরপ্রদেশে

সোমবার থেকেই বিহারে পড়ুয়াদের বিক্ষোভ শুরু হয়ে যায়। পাটনার রাজেন্দ্র নগর টার্মিনাল অবরোধ করে দেন বিপুল সংখ্যার পড়ুয়ারা। গয়াতে চাকরিপ্রার্থীরা আগুন লাগিয়ে দেয় একটি ট্রেনে। একই সঙ্গে উত্তেজিত হয়ে পরীক্ষার্থীরা ভাঙচুর করে ট্রেন ও স্টেশনে। পরিস্থিতি অত্যান্ত উত্তপ্ত বলে জানায় স্থানীয় প্রশাসন। বেশ কয়েকটি এলাকায় বিক্ষোভকারীরা ট্রেন লাইনে ধর্না অবস্থানে বসে যায়। যার কারণে ব্যহত হয় ট্রেন চলাচল।

কমিটি গঠন রেলের

কমিটি গঠন রেলের

প্রবল এই হিংসার কারণে রেলওয়ে এই পরীক্ষার প্রথম পর্যায়টি স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। একটি কমিটিও গঠন করা হয়েছে। যা বিভিন্ন রেলওয়ে নিয়োগ বোর্ডের অধীনে পরীক্ষায় উত্তীর্ণ ও ব্যর্থদের সঙ্গে কথা বলবে ও অভিযোগ জানবে। উভয় পক্ষের কথা শোনার পরই কমিটি রেল মন্ত্রককে প্রতিবেদন জমা দেবে বলেও জানিয়েছে। অন্যদিকে মঙ্গলবারই রেলওয়ে একটি সাধারণ বিজ্ঞপ্তি জারি করেছে। তারা চাকরি প্রার্থীদের সতর্ক করেছে। বলেছে যারা প্রতিবাদ করার সময় ভাঙচুর ও বেআইনি কার্যকলাপে জড়িয়ে থাকবে তাদের রেলের নিয়োগপত্র দেওয়া হবে না।

English summary
The PMO called a meeting of railway officials to review the recruitment process
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X