For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রিয়াঙ্কা রুষ্ট নিজের দলের উপরই! লোকসভা ভোটের মুখে যোগী-রাজ্যে বিপাকে কংগ্রেস

লোকসভা ভোট চলাকালীন কংগ্রেসের মুখপাত্র সোচ্চার হলেন নিজের দলের বিরুদ্ধেই। উত্তরপ্রদেশ কংগ্রেসের মুখপাত্র প্রিয়াঙ্কা চতুর্বেদী নিজের দলকে নিয়েই বিরক্তি প্রকাশ করলেন।

Google Oneindia Bengali News

লোকসভা ভোট চলাকালীন কংগ্রেসের মুখপাত্র সোচ্চার হলেন নিজের দলের বিরুদ্ধেই। উত্তরপ্রদেশ কংগ্রেসের মুখপাত্র প্রিয়াঙ্কা চতুর্বেদী নিজের দলকে নিয়েই বিরক্তি প্রকাশ করলেন। লোকসভার দ্বিতীয় দফা ভোটের ঠিক আগে কংগ্রেসকে অস্বস্তিতে ফেলে দিলেন তিনি। প্রিয়াঙ্কার অভিযোগ, কংগ্রেসে পথভ্রষ্ট নেতারা বেশি গুরুত্ব পাচ্ছেন।

প্রিয়াঙ্কা রুষ্ট! ভোটের মুখে যোগী-রাজ্যে বিপাকে কংগ্রেস

প্রিয়াঙ্কা চতুর্বেদী এদিন টুইটে লিখেছেন, কংগ্রেসে অগ্রাধিকার পাচ্ছেন এককালে দলবিরোধী কাজ করা নেতা-কর্মীরা। যারা একদিন দুর্ব্যবহার করেছে, তাঁদের এখন বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। আর যাঁরা রক্তজল করে খাটছেন, ঘাম ঝরাচ্ছেন কংগ্রেসকে একটা জায়গায় নিয়ে যাওয়ার জন্য, তাঁদের গুরুত্ব দেওয়া হচ্ছে না।

প্রিয়াঙ্কা চতুর্বেদী সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় পরিচিত মুখ। একটি নির্বাচনী প্যারোডিতে তিনি অভিনয় করেছেন। তিনি গভীরভাবে দুঃখ প্রকাশ করেন যে, যাঁরা তাদের ঘাম এবং রক্ত দিয়েছেন কংগ্রেসের জন্য দলে তাঁদের উপর ছড়ি ঘোরাচ্ছে একশ্রেণির ভ্রষ্ট নেতা। যাঁরা একদিন আমাকে হুমকি দিয়েছিল, তাঁদের দল সাময়িকভাবে বহিষ্কার করলেও, তাঁরা দলে ফিরে গুরুত্ব পাচ্ছেন।

প্রিয়াঙ্কা রুষ্ট! ভোটের মুখে যোগী-রাজ্যে বিপাকে কংগ্রেস

কয়েকদিন আগে, স্থানীয় কিছু কংগ্রেসের নেতা মথুরার একটি সম্মেলনে প্রিয়াংকা চতুর্বেদীর সঙ্গে খারাপ আচরণ করেছিলেন। কংগ্রেস সাময়িকভাবে তাদের অপসারণ করেছিল। কিন্তু সম্প্রতি, নির্বাচনের প্রাক্কালে তাঁরা দলে ফিরে আসে। কংগ্রেসের সাধারণ সম্পাদক জ্যোতিরাদিত্য সিন্ধিয়া তাঁদের দলে ফিরিয়ে আনেন। এই কারণেই হতাশা ব্যক্ত করেন প্রিয়াঙ্কা চতুর্বেদী।

English summary
Congress spoke-person Priyanka Chaturvedi attacks own party because goons get preference. She is slammed by whose, they are get importance in party.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X