For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গর্ভস্থ শিশুকে বিক্রির চেষ্টার অভিযোগ, চাঞ্চল্য মহারাষ্ট্রে

গর্ভস্থ শিশুকে ফেসবুকের মাধ্যমে বিক্রির চেষ্টার অভিযোগ উঠল মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে। জানা গিয়েছে গর্ভবতী মহিলা ও তাঁর দেওর ফেসবুকে বিজ্ঞাপন দেয়, কারা শিশু চান, তা নিয়ে।

  • |
Google Oneindia Bengali News

গর্ভস্থ শিশুকে ফেসবুকের মাধ্যমে বিক্রির চেষ্টার অভিযোগ উঠল মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে। জানা গিয়েছে গর্ভবতী মহিলা ও তাঁর দেওর ফেসবুকে বিজ্ঞাপন দেয়, কারা শিশু চান, তা নিয়ে। সেই বিজ্ঞাপন নজরে আসার সঙ্গে সঙ্গে মহিলা ও শিশু কল্যাণ বিভাগ বিষয়টি পুলিশকে জানায়।

গর্ভস্থ শিশুকে বিক্রির চেষ্টার অভিযোগ, চাঞ্চল্য মহারাষ্ট্রে

প্রকাশিত খবর অনুযায়ী, ঔরঙ্গাবাদের হেনপুঞ্জি এলাকাবর রঞ্জনগাঁও-এর বাসিন্দা বছর ৩০-এর শিবশঙ্কর টাগাদে এই ঘটনায় অভিযুক্ত। তিনিই চাইছিলেন দাদার স্ত্রীকে ফের অন্য কোথাও বিয়ে দিতে। আর ওই মহিলা সাত মাসের গর্ভবতী। বেশ কিছুদিন তিনি স্বামীর থেকে বিচ্ছিন্ন।

কিন্তু বিয়ে বাধ সাধছিল ভূমিষ্ট না হওয়া শিশু। সেই কারণে তাগাদে এবং ওই মহিলা জন্মের পরে শিশুকে বিক্রি করে দেওয়ার চিন্তা করেন। কিন্তু সেই বিজ্ঞাপন মহিলা ও শিশুকল্যাণ বিভাগের নজরে পড়ে যায়। স তারাই পুলিশে খবর দেন। এরপরে পুলিশের সাইবার ইউনিট বিভাগ ভূমিষ্ট না হওয়া শিশু বিক্রির চেষ্টা ব্যর্থ করে দেয় এবং তাগাদেকে গ্রেফতার করে।

অভিযুক্তের বিরুদ্ধে প্রিভেনশন অফ জুভেনাইল জাস্টিস অ্যাক্টে মামলা দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত করছে পুলিশ।

English summary
Pregnant woman tries to sell her unborn baby via Facebook in Aurangabad
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X