For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'প্রশান্ত কিশোর কে?', বিজেপি মন্ত্রীর এই প্রশ্নের তাচ্ছিল্যপূর্ণ জবাব পিকে-র

Google Oneindia Bengali News

প্রশান্ত কিশোর কে? এমনই অবাক করে দেওয়া প্রশ্ন করেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা দিল্লি নির্বাচনের দায়িত্বে থাকা বিজেপি নেতা হরদীপ পুরি। সেই প্রশ্নের তাচ্ছিল্লপূর্ণ জবাব দিলেন রাজনৈতিক পরামর্শদাতা তথা জেডিইউ-র ভাইস প্রেসিডেন্ট প্রশান্ত কিশোর। মন্ত্রীর এহেন প্রশ্নের জবাবে প্রশান্ত কিশোর উত্তর দেন, 'আমার মতো সাধারণ মানুষকে মন্ত্রী চিনবেন বলে আমি আশাও করি না।'

প্রশান্ত কিশোরের জবাব

প্রশান্ত কিশোরের জবাব

প্রশান্ত কিশোর বলেন, 'তিনি একজন বরিষ্ঠ কেন্দ্রীয় মন্ত্রী। তিনি কেন আমার মতো এক সাধারণ মানুষকে চিনতে যাবেন? দিল্লিতে আমার মতো বিহার বা উত্তরপ্রদেশ থেকে যাওয়া কয়েক লক্ষ মানুষ কষ্ট করেন। সেরকম কষ্ট করা কয়েক লক্ষ মানুষকে কী করেই বা চিনবেন কেন্দ্রীয় মন্ত্রী!'

প্রশান্ত কিশোর সম্পর্কে কী বলেন মন্ত্রী?

প্রশান্ত কিশোর সম্পর্কে কী বলেন মন্ত্রী?

প্রসঙ্গত কয়েকদিন আগে দিল্লিতে ভোট লড়াইয়ের জন্য প্রশান্ত কিশোরের সংস্থা আইপ্যাকের সঙ্গে চুক্তিবদ্ধ হয় আম আদমি পার্টি। সেই প্রেক্ষিতেই কেন্দ্রীয় মন্ত্রী হরদীপকে প্রশ্ন করা হলে তিনি জানিয়ে দেন তিনি প্রশান্ত কিশোরকে চেনেন না। সাংবাদিকরা তখন তাঁকে বলেন যে ২০১৪ সালে নরেন্দ্র মোদীর প্রচারের দায়িত্বে ছিলেন প্রশান্ত। পাশাপাশি এনডিএ শরিক জেডিইউ-র ভাইস প্রেসিডেন্টও তিনি। এর জবাবে মন্ত্রী বলেন, হয়ত আমার জানা উচিত, কিন্তু আমি তাঁকে (প্রশান্ত কিশোর) চিনি না। আর ২০১৪ সালে আমি ছিলাম না।

দিল্লিতে অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে চুক্তি হয় প্রশান্তের

দিল্লিতে অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে চুক্তি হয় প্রশান্তের

ভারতীয় রাজনীতির জয়ের ম্যাজিশিয়ান হয়ে উঠেছেন এখন প্রশান্ত কিশোর। বিহারের পর কয়েক রাজ্যে মুখ্যমন্ত্রীদের জিতিয়ে এখন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক উপদেষ্টা হয়েছেন প্রশান্ত। আগামী বছর অনুষ্ঠিত হতে চলা দিল্লি বিধানসভা নির্বানের জন্য তাঁর শরণাপন্ন হলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও।

English summary
prashant kishor replies to bjp leader hardeep kaur who claimed to have not known him
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X