For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দিল্লির ভোটে জেডিইউ প্রচারকদের তালিকা থেকে বাদ প্রশান্ত কিশোর, উঠে আসছে নানা কারণ

দিল্লির ভোটে জেডিইউ প্রচারকদের তালিকা থেকে বাদ প্রশান্ত কিশোর, উঠে আসছে নানা কারণ

  • |
Google Oneindia Bengali News

দলের নেতা তথা ভোট স্ট্র্যাটেজিস্ট প্রশান্ত কিশোরের সঙ্গে কি দূরত্ব বাড়াচ্ছে জেডিইউ? দিল্লিতে বিধানসভা ভোটের প্রচারে দলের প্রচারকদের যে তালিকা নীতীশের দল প্রকাশ করেছে, তাতে নাম নেই প্রশান্ত কিশোরের। যার জেরেই প্রশান্ত কিশোরকে নিয়ে জল্পনা তুঙ্গে উঠেছে।

দিল্লি বিধানসভায় বিজেপির সঙ্গে জোট জেডিইউয়ের

দিল্লি বিধানসভায় বিজেপির সঙ্গে জোট জেডিইউয়ের

দিল্লি বিধানসভায় বিজেপির সঙ্গে জোট করে লড়াই করছে জেডিইউ। ৭০ টি আসনের মধ্যে জেডিইউ লড়াই করবে মাত্র ২ টি আসনে।

ভোটে প্রচারকদের তালিকা প্রকাশ

নিজেদের ২ টি আসন ছাড়াও জোটসঙ্গী বিজেপির আসনগুলিকে প্রচার চালাবে জেডিইউ। এই প্রচার চালাতে ২০ জনের একটি তালিকা প্রকাশ করা হয়েছে জেডিইউ-এর তরফে। সেই তালিকায় বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ছাড়াও রয়েছেন কেসি ত্যাগী, আরসিপি সিং-এর মতো শীর্ষ নেতারা। তবে সেই তালিকায় নাম নেই প্রশান্ত কিশোরের।

নাগরিকত্ব আইন নিয়ে দলের সঙ্গে বিরোধী

নাগরিকত্ব আইন নিয়ে দলের অবস্থানে নেতৃত্বে সঙ্গে আগে বিরোধ তৈরি হয়েছে প্রশান্ত কিশোরের। রাজ্যসভায় বিল পাশের দিন প্রশান্ত কিশোর সতর্ক করেছিলেন। তিনি বলেছিলেন, ধর্মের ভিত্তিতে জনগণের বিরুদ্ধে বৈষম্যমূলক ব্যবহার করতে এবং তাদের বিচার করতেও ব্যবহার করা যেতে পারে নতুন এই আইন। নাগরিকত্ব সংশোধনী বিলে দলের সমর্থন জানানো নিয়ে প্রশ্ন তুলেছিলেন প্রশান্ত কিশোর। প্রকাশিত খবর অনুযায়ী, নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে দলের অবস্থানের সমালোচনা করে প্রকাশ্যে মন্তব্য করায় প্রশান্ত কিশোরকে শোকজের নোটিশ পাঠিয়েছিল জনতা দল ইউনাইটেড।

আপ-এর পরামর্শ দাতা প্রশান্ত কিশোর

আপ-এর পরামর্শ দাতা প্রশান্ত কিশোর

জেডিইউ-এর শীর্ষ পদে থাকলেও প্রশান্ত কিশোর একদিকে যেমন তৃণমূলের পরামর্শদাতা, অন্যদিকে তিনি দিল্লিতে আপ-এর পরামর্শদাতাও বটে। সেই কারণে তাঁকে দলের প্রচারক তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে, কিনা তা নিয়ে প্রশ্ন উঠছে।

English summary
Prashant Kishor is dropped from JDU campaign list for Delhi Assembly Election. There are several reasons behind this.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X