For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পোস্ট অফিসের আইনে পরিবর্তন! সেভিংস অ্যাকাউন্টের মিনিমাম ব্যালেন্স নিয়ে বড় সিদ্ধান্ত মোদী সরকারের

পোস্ট অফিসের আইনে পরিবর্তন! সেভিংস অ্যাকাউন্টের মিনিমাম ব্যালেন্স নিয়ে বড় সিদ্ধান্ত মোদী সরকারের

  • |
Google Oneindia Bengali News

এখনও বিনিয়োগের নিরিখে সরকারি সংস্থা হিসেবে ভাল জায়গায় রয়েছে পোস্ট অফিস। অবসরের পরেই হোক কিংবা অন্য কেউ, নিশ্চিত রিটার্ন পেতে এখনও অনেকেই পোস্ট অফিসের ওপরেই ভরসা করেন। এখনও প্রত্যন্ত এলাকায় যেখানে ব্যাঙ্কের সুবিধা নেই, সেখানে পোস্ট অফিস কাজ করে চলেছে। গ্রাহকদের জন্য এখন নতুন নতুন সুবিধাও চালু করা হচ্ছে। অন্যদিকে তাদের আগেকার নিয়মে কিছু পরিবর্তন আনা হয়েছে।

মিনিমাম ব্যালেন্স ৫০০ টাকা

মিনিমাম ব্যালেন্স ৫০০ টাকা

পোস্ট অফিসে সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রে আগে ৫০ টাকা ব্যালেন্স রাখলেই হতো। এখন সেই নিয়মের পরিবর্তন করে ৫০০ টাকা করা হয়েছে। মিনিমাম ব্যালেন্স ৫০০ টাকার থেকে কমে গেলে পেনাল্টি দিতে হবে। এর জন্য ১০০ টাকা পর্যন্ত দিতে হতে পারে।

টাকা না থাকলে বন্ধ করা হতে পারে অ্যাকাউন্ট

টাকা না থাকলে বন্ধ করা হতে পারে অ্যাকাউন্ট

আর যদি অ্যাকাউন্টে কোনও টাকাই না থাকে, তাহলে ডাক বিভাগ সেই অ্যাকাউন্টটি বন্ধ করে দিতে পারে।

সরকারি ভর্তুকি পেতে আধার যোগ

সরকারি ভর্তুকি পেতে আধার যোগ

কেউ যদি সরকারি ভর্তুকি পেতে চান, তাহলে তাঁকে সেভিংস অ্যাকাউন্টের সঙ্গে আধার যুক্ত করতে হবে। এছাড়া ভর্তুকির টাকা সেখানে ঢুকবে না। ডাক বিভাগ ইতিমধ্যেই এব্যাপারে নির্দেশিকা জারি করেছে।

 আরও যেসব সুবিধা

আরও যেসব সুবিধা

পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্টের গ্রাহক ডায়রেক্ট বেনিফিট ট্রান্সফারের টাকা অ্যাকাউন্টে নিতে পারবেন। তবে তার জন্য আধার কার্ডের লিঙ্কের প্রয়োজন।

প্রশান্ত কিশোরের ভরসা 'জয় শ্রীরাম’-এ! একুশের ভোট-কৌশল বদল নতুন সমীকরণেপ্রশান্ত কিশোরের ভরসা 'জয় শ্রীরাম’-এ! একুশের ভোট-কৌশল বদল নতুন সমীকরণে

English summary
Post Office rules has been changed, now customer has to make minimum balance of Rs 500 for savings account
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X