For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাত পোহালেই গণনা, দিল্লির ২১টি কেন্দ্রের দিকে তাকিয়ে রাজনৈতিক দল

রাত পোহালেই গণনা, দিল্লির ২১টি কেন্দ্রের দিকে তাকিয়ে রাজনৈতিক দল

Google Oneindia Bengali News

দিল্লি বিধানসভা নির্বাচন শেষ হয়ে গিয়েছে শনিবারই। এখন শুধুই অপেক্ষা মঙ্গলবার ১১ ফেব্রুয়ারি। রাজধানীর সব চোখ এখন ২১টি গণনা কেন্দ্রের ওপর, যেখানে পোস্টাল ব্যালট ও ইভিএম মেশিনের খোলার সঙ্গে সঙ্গে জানা যাবে দিল্লির ভাগ্য। ৭০টি আসন বিশিষ্ট বিধানসভায় কে রাজ করতে চলেছে তার জন্য রাজনৈতিক দলগুলি অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছে।

রাত পোহালেই গণনা, দিল্লির ২১টি কেন্দ্রের দিকে তাকিয়ে রাজনৈতিক দল


দিল্লি মুখ্য নির্বাচনী অফিসার রনবীর সিং রবিবার বলেন, '‌আমরা ভোট গণনার জন্য ২১টি কেন্দ্র তৈরি করেছি। প্রত্যেকটি কেন্দ্রের জন্য হল থাকবে। মঙ্গলবার সকাল আটটা থেকে ভোট গণনা শুরু হবে।’‌ রনবীর সিং আরও জানিয়েছেন যে গণনার চূড়ান্ত ফলাফলের শতাংশ ঘোষণা করতে একটু দেরি হতে পারে কারণ রিটার্নিং অফিসার (‌আরও)‌ স্ক্রুটিনি সহ অন্য কাজ করতে ব্যস্ত থাকবেন। তিনি বলেন, 'ভোটদানের হার জমা দেবেন আরও, যিনি রাতভর ব্যস্ত থাকবেন। স্ট্রং রুমের দরজা মঙ্গলবার ভোরেই তালাবন্ধ করে দেওয়া হবে। তারপর স্ক্রুটিনি করতে ব্যস্ত হয়ে যাবেন আরও। ‌এটা হয়ত একটু সময় নেবে কিন্তু সঠিক তথ্যের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ।’‌

নির্বাচনের পরে ইভিএমগুলি অনধিকার পদ্ধতিতে সরানো হচ্ছে বলে আম আদমি পার্টির (আপ) নেতাদের অভিযোগ অস্বীকার করে সিং বলেন, '‌আমরা পর্যবেক্ষক এবং সমস্ত দলের প্রার্থীদের উপস্থিতিতে এই তদন্ত পরিচালনা করেছি। মেশিনগুলি সংরক্ষিত ছিল, অব্যবহৃত যা পোলের পর সেক্টর অফিসারের পক্ষ থেকে নিয়ে যাওয়া হয়েছে। সেগুলি তদন্ত করে দেখা হয়েছে এবং তাতে কোনও অসামঞ্জস্য কিছু পাওয়া যায়নি।’‌

English summary
All eyes will be on 21 counting centres across Delhi where postal ballots and electronic voting machines (EVMs) will be opened and votes tallied on February 11 to declare the winners of the 70 Assembly constituencies of the national capital
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X