For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

উস্কানিমূলক মন্তব্য নিয়ে এফআইআর পুলিসের উপরেই ছেড়ে দেওয়া হোক, শীর্ষ আদালতে আর্জি কেন্দ্রের

উস্কানিমূলক মন্তব্য নিয়ে এফআইআর পুলিসের উপরেই ছেড়ে দেওয়া হোক, শীর্ষ আদালতে আর্জি কেন্দ্রের

Google Oneindia Bengali News

উস্কানি মূলক মন্তব্যকারীদের বিরুদ্ধে এফআইআরের সিদ্ধান্ত দিল্লি পুলিসের উপরেই ছেড়ে দেওয়া উচিত। কখন এই মন্তব্যকারীদের বিরুদ্ধে এফআইআর করা হবে সেটা পুলিসই সিদ্ধান্ত নিক শীর্ষ আদালতকে এমনই জানিয়েছে কেন্দ্র। সরকর পক্ষের আইনজীবী তুষার মেহতা প্রধানবিচারপতির বেঞ্চে আজ একথা বলেন।

উস্কানিমূলক মন্তব্য নিয়ে কেন্দ্রের দাবি

উস্কানিমূলক মন্তব্য নিয়ে কেন্দ্রের দাবি

সুপ্রিম কোর্টে কেন্দ্রের আইনজীবী তুষার মেহতে দাবি করেছেন, কেবল মাত্রি বিজেপি নেতা কপিল মিশ্রার উস্কানিমূলক মন্তব্যের কারণেই উত্তাল হয়েছে দিল্লি এটা বিশ্বাস করা কঠিন। একটি মন্তব্যের জন্য দিল্লিতে দাঙ্গা বেঁধে গেল এবং ৪৮ জন মারা গেলেন এটা হতে পারে না। প্রসঙ্গত উল্লেখ্য দিল্লি হাইকোর্ট উস্কানি মূলক মন্তব্যের জন্য চার বিজেপি নেতার বিরুদ্ধে এফআইআরের নির্দেশ দিয়েছিলেন। তার পরেই দিল্লি হাইকোর্টের নির্দেশকারী বিচারপতিকে বদলি করে দেওয়া হয়।

দিল্লির হিংসায় আক্রান্তদের আবেদন

দিল্লির হিংসায় আক্রান্তদের আবেদন

দিল্লির হিংসায় আক্রান্ত ১০ জনের আবেদনের প্রেক্ষিতেই সুপ্রিম কোর্টে প্রধান বিচাপতির বেঞ্চে চলছিল শুনানি। মামলাকারীদের পক্ষে সওয়াল করেন আইনজীবী কোলিন গনসালভিস। তিনি দাবি করেছেন, কপিল মিশ্রা এবং অনুরাগ ঠাকুরের বিরুদ্ধে অবিলম্বে এফআইআর দায়ের করা উচিত। কারণ তাঁরা শুধু উষ্কানিই দেননি প্রকাশ্যে 'গোলি মারো'র মতো কথা বলে হত্যার কথা বলছেন। যা ভীষণভাবে আপত্তিকর। শুধু তাই নয় দিল্লির পুলিশ কমিশনারের উপস্থিতিতেই নির্দিষ্ট সময়ের শাহিনবাগের রাস্তা খালি করার হুঁশিয়ারি দিয়েেছন এবং না হলে আইন নিজের হাতে তুলে নেওয়ার হুমকি দিয়েছিলেন বলে আদালতকে জানান মামলাকারীদের আইনজীবী।

সুপ্রিম কোর্টের নির্দেশ

সুপ্রিম কোর্টের নির্দেশ

দুই পক্ষের বক্তব্য শোনার পর সুপ্রিম কোর্ট এই মামলাটি দিল্লি হাইকোর্টে শুনানির চার সপ্তাহ পিছিয়ে দেওয়া অন্যায় বলে জানিয়েছেন। অবিলম্বে মামলাটি দিল্লি হাইকোর্টে শুনানির নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি। এবং আগামী শুক্রবার মামলাটির শুনানির নির্দেশ দিয়েছেন তিনি। সেদিনই এফআইআর নিয়ে দিল্লি হাইকোর্টকে সিদ্ধান্ত জানাতে বলেছেন প্রধান বিচারপতি।

মহারাষ্ট্রের জোট সরকার ফের টলমল! শিবসেনা প্রধানকে সমর্থনের বার্তা বিজেপিরমহারাষ্ট্রের জোট সরকার ফের টলমল! শিবসেনা প্রধানকে সমর্থনের বার্তা বিজেপির

English summary
Police will dicide when FIR aginst heat speechers, center says SC
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X