For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জামিয়া ইস্যুতে সুপ্রিম কোর্ট : পড়ুয়াদের কড়া বার্তা, হিংসা বন্ধের নির্দেশ দিয়ে আদালত যা জানাল

দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ে পড়ুয়াদের বিক্ষোভ ঘিরে এদিন চিফ জাস্টিস অফ ইন্ডিয়া নিজের বার্তা স্পষ্ট করেন। অবিলম্বে তিনি হিংসার পথ বন্ধ করার বার্তা দিয়েছেন।

  • |
Google Oneindia Bengali News

দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ে পড়ুয়াদের বিক্ষোভ ঘিরে এদিন চিফ জাস্টিস অফ ইন্ডিয়া নিজের বার্তা স্পষ্ট করেন। অবিলম্বে তিনি হিংসার পথ বন্ধ করার বার্তা দিয়েছেন। সাফ ভাষায় তিনি জানিয়েছেন, 'কেবলমাত্র পড়ুয়া বলেই কেউ আইন হাতে তুলে নেবে তা হয়না।'

আগামীকাল শুনানি

আগামীকাল শুনানি

আগাামীকাল অর্থাৎ মঙ্গলবার সুপ্রিম কোর্ট শুনবে জামিয়া বিশ্ববিদ্যালয়ে পুলিশ প্রবেশ সংক্রান্ত মামলার রায়। প্রসঙ্গত, রবিবার রাতে সেখানে পড়ুয়াদের সঙ্গে পুলিশের খণ্ড যুদ্ধ দেখা যায়। আর তার প্রেক্ষিতেই এদিন চিফ জাস্টিস জানিয়ে দেন যদি হিংসা চলতে থাকে তাহলে সুপ্রিম কোর্ট এই মামলা নিয়ে কিছুই শুনবেনা। আগামীকাল হবে মামলার শুনানি।

পড়ুয়াদের কড়া বার্তা সিজেআইয়ের

সাফ বার্তায় সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস এসএ বোবদে জানিয়ে দেন, পড়ুয়া বলে কেউ আইন হাতে তুলে নেবে তা হয়না। বিষয়টি নিয়ে তখন ভাবা যাবে যখন পরিস্থিতি শান্ত হবে। তিনি বলনে,' এই মানসিক অবস্থায় আমরা কোনও সিদ্ধান্ত নিতে পারিনা। সংঘর্ষ বন্ধ হোক।'

মানাবধিকার ভঙ্গ সম্পর্কিত মামলা

মানাবধিকার ভঙ্গ সম্পর্কিত মামলা

সুপ্রিম কোর্টে একাধিক আবেদনে জানানো হয়েছে, দিল্লিতে জামিয়া ক্যাম্পাসে যেভাবে পুলিশ প্রবেশ করেছে তাতে মানবাধিকার লঙ্ঘন হয়েছে। আর তার প্রেক্ষিতেই সুপ্রিম কোর্টের রায় জানতে চাওয়া হয়েছে। সুপ্রিম কোর্ট এরপর জানিয়ে দেয়, অই বিষয়টি নিয়ে শীর্ষ আদালতের 'পিস ক্যাভিয়েট' মামলা শুনবে।

দেশে শান্তি বজায় রাখতে অবিলম্বে বাতিল করা হোক নাগরিকত্ব আইন, দাবি পাঞ্জাব মুখ্যমন্ত্রী অমরিন্দরেরদেশে শান্তি বজায় রাখতে অবিলম্বে বাতিল করা হোক নাগরিকত্ব আইন, দাবি পাঞ্জাব মুখ্যমন্ত্রী অমরিন্দরের

নাগরিকত্ব আইন নিয়ে দেশব্যাপী সচেতনতা প্রচার শুরু করবে বিজেপি! পশ্চিমবঙ্গে শুরু ২৩ ডিসেম্বরনাগরিকত্ব আইন নিয়ে দেশব্যাপী সচেতনতা প্রচার শুরু করবে বিজেপি! পশ্চিমবঙ্গে শুরু ২৩ ডিসেম্বর

English summary
Police Crackdown on Jamia,SC Adds 'Peace' Caveat to Hear Pleas .
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X