For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সমস্যা এড়িয়ে যাওয়া নিয়ে কংগ্রেসকে খোঁচা, সমাধানসূত্র নিয়ে হাজির প্রধানমন্ত্রী মোদী

Google Oneindia Bengali News

সমস্যা মেটে তার সমাধানসূত্র খোঁজার মাধ্য়মে। তাকে এড়িয়ে গিয়ে নয়৷ সোমবার দিল্লিতে সাংসদদের জন্য় আবাসনের উদ্বোধন অনুষ্ঠানে এই মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ মূলত বছরের পর বছর একাধিক কেন্দ্রীয় প্রকল্প পড়ে থাকা নিয়ে কংগ্রেসকে আক্রমণ করেন তিনি৷

সাংসদদের জন্য আবাসনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী

সাংসদদের জন্য আবাসনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী

আজ বিডি মার্গে সাংসদদের জন্য আবাসনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী৷ এই আবাসনে একাধিক গ্রিন বিল্ডিং রয়েছে৷ এমনকী ফ্লাই অ্য়াশ দিয়ে তৈরি ইট এবং বিভিন্ন নির্মাণের বর্জ্য এই আবাসন তৈরি করতে ব্য়বহার করা হয়েছে৷ আজ এই উদ্বোধন অনুষ্ঠানেই কংগ্রেসকে আক্রমণ শানান মোদী।

সমস্যা সমাধানের জন্য কেউ কোনওদিন ভাবেনি

সমস্যা সমাধানের জন্য কেউ কোনওদিন ভাবেনি

বিডি মার্গে সাংসদদের জন্য আবাসনের উদ্বোধন করে এদিন প্রধানমন্তরী মোদী বলেন, সাংসদদের আবাসনের সমস্যা অনেক দিনের৷ তবে তা সমাধানের জন্য কেউ কোনওদিন ভাবেনি৷ ২০১৪ সালে তাঁদের সরকার আসার পর এই প্রকল্পের কাজ শুরু হয় এবং সময়ের আগে তা শেষ হয়েছে৷

বহু দশক ধরে বহু সমস্যা রয়েছে দেশে

বহু দশক ধরে বহু সমস্যা রয়েছে দেশে

তিনি বলেন, শুধু সাংসদদের আবাসন প্রকল্প নয় এমন একাধিক সমস্যা বহু দশক ধরে রয়েছে৷ তবে তার সমাধানের কথা কেউ ভাবেনি৷ উদাহরণ হিসেবে অটলবিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী থাকাকালীন আম্বেদকর ন্যাশনাল মেমোরিয়াল তৈরির কথা শুরু হয়েছিল৷ তবে পরে তা নিয়ে কেউ উচ্চবাচ্য করেননি৷ পরে ২০১৪ সালে বিজেপি ক্ষমতায় আসার পর ২৩ বছরের এই প্রকল্প সম্পূর্ণ হয়৷

<strong>শুরু মেরুকরণের রাজনীতি, একুশের আগে সুর চড়িয়ে বিজেপির 'রাস্তা পরিষ্কার' করছেন ওয়েইসি</strong>শুরু মেরুকরণের রাজনীতি, একুশের আগে সুর চড়িয়ে বিজেপির 'রাস্তা পরিষ্কার' করছেন ওয়েইসি

English summary
PM Narendra Modi listed several projects that were incomplete for many years later taken up by BJP
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X