For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শুরু প্রতীকী ডান্ডি অভিযান! মোদীর হাত ধরে শুরু ৭৫তম স্বাধীনতা দিবসের কাউন্টডাউন

Google Oneindia Bengali News

মহাত্মা গান্ধীর লবণ সত্যাগ্রহ আন্দোলনের ৯১ বছর পূর্তি উদযাপনে প্রতীকী ডান্ডি অভিযান শুরু করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ শুক্রবার আহমেদাবাদের সবরমতী আশ্রম থেকে ৩৮৬ কিলোমিটারের প্রতীকী যাত্রার সূচনা করেন তিনি৷ এই অভিযান ডান্ডিতে শেষ হবে আগামী ৬ এপ্রিল৷ এর মাধ্যমেই শুরু হল দেশের স্বাধীনতার ৭৫ বছর পূর্তি পালনের ৭৫ সপ্তাহের কাউন্টডাউন৷ সেই উপলক্ষে আজাদি কা অমৃত মহোৎসবেরও উদ্বোধন করেন নরেন্দ্র মোদী৷ এই বিশেষ দিনে বাপুজির প্রতি শ্রদ্ধার্ঘ্য জানাতে তাঁর আহ্বান 'ভোকাল ফর লোকাল', অর্থাৎ স্থানীয় জিনিসের জন্য গলা তুলুন৷

মোদীর হাত ধরে শুরু ৭৫তম স্বাধীনতা দিবসের কাউন্টডাউন

এ দিনের অনুষ্ঠানে দেশের স্বাধীনতা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ তিনি বলেন, 'আজ সবরমতী আশ্রম থেকে শুরু হল অমৃতমহোৎসব অনুষ্ঠান৷ এখান থেকেই শুরু হয়েছিল ডান্ডি অভিযান৷ দেশের মানুষের আত্মনির্ভরতার গর্ব ও স্পিরিটকে জাগিয়ে তুলেছিল এই আন্দোলন৷ বাপু ও আমাদের মহান স্বাধীনতা সংগ্রামীদের জন্য সবচেয়ে ভালো শ্রদ্ধার্ঘ্য হবে ভোকাল ফর লোকাল৷'

এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি প্রচার গড়ে তোলারও ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী৷ তিনি বলেন, 'যে কোনও স্থানীয় জিনিস কিনুন ও তার ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করুন আর লিখুন #ভোকালফরলোকাল৷ সবরমতী আশ্রমের মগন নিবাসে একটি চড়কা বসানো হবে৷ আত্মনির্ভরতা নিয়ে প্রত্যেক টুইটে এটি একবার করে পুরো ঘুরবে৷ এটাও জনগণের আন্দোলনে অনুঘটক হিসেবে কাজ করবে৷' অমৃত মহোত্সবে ২০২৩ সালের ১৫ অগাস্ট পর্যন্ত ৭৫টি অনুষ্ঠান আয়োজনের কর্মসূচি নিয়েছে কেন্দ্রীয় সরকার৷

English summary
PM Narendra Modi inaugurates Amrut Mahotsav, flag off Dandi March today on 75 years of Independence
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X